জকিগন্জে ভূমি নিয়ে প্রতিপক্ষের হামলায় মিয়াজানকে হত্যার চেষ্টায় থানায় অভিযোগ।

এমডি আকাশ খান;

জকিগঞ্জ উপজেলার নয়া গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আব্দুর রশিদ মিয়াজান (৪৫) নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষ কর্তৃক একই এলাকার জিয়াউর রহমান গংরা হত্যার চেষ্টায় শেষমেষ সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়,আব্দুর রশিদ মিয়াজান তাদের বৈদ সম্পত্তি, প্রবাসী জিয়াউর রহমানের গঙ্গের নামে স্যাটেলমেন্ট জরিপে আর এস রেকর্ড হলে মিয়াজান রেকর্ড সংশোধনের জন্য লেন্ড স্যারবে মামলা ও সত্য মোকদ্দমা নং ১৭৬৯,২০২১ ইং এ মামলা গুলো দায় করলে মামলা তুলে নেওয়া জন্য জিয়াউর রহমান গংরা ভয় বিতি সহ বিভিন্ন ধরনের হুমকি দামকি সহ নির্যাতন করে আসছে এহেন অবস্থায় গত ০৬/০৪/২০২২ইং তারিখে জিয়াউর রহমান বিদেশ থেকে বাড়িতে এসে আব্দুর রশিদ মিয়াজান ও তা স্ত্রী হেনা বেগমকে ভিন্ন অকৃত্য ভাবে গালি-গালাজ করথে থাকে। শেষে গত ১০/০৪/২০২২ইং আনুমানিক বিকেল ৪ ঘটিকার সময় মিয়াজানদের বাড়ির উঠানে জিয়াউর রহমান সহ অন্যরা লাঠি সটা নিয়ে ও সুপারি গাছের লাঠি নিয়ে একদল দাঙ্গাবাজ মিয়াজানের উপর হামলা চালায় এ সময় তাদের কে এলো পাতারি মার পিঠে গুরুতর আহত অবস্থায় মিয়াজান মাটিতে পরে লঠিয়ে পড়লে জিয়াউর রহমান হত্যার উদ্দেশ্যে আব্দুল রশিদ মিয়াজানের গলায় বটি দা ধরে মূত্যুর নিশ্চিত চান আব্দুল রশিদ মিয়াজানেরহাতে ও পায়ে সজুরে ধরে রাখে এসময় সাক্ষী মনাপ মিয়া জিয়াউর রহমানের হাত থেকে দা উদ্ধার করে মিয়াজান কে প্রানে বাঁচান এসময় তার স্ত্রী হেনা বেগম আগাইয়া আসিলে তাকে ও উল্লেখিত আসামিরা চুলে ধরে পছন্ড মার পিট করে মাটিতে ফেলে দেয় এসময়ে জিয়াউর রহমান হেনা বেগমের গলায় থাকা ৭০ হাজার টাকার মূল্যের স্বর্নের চেইন চিনতাইয় করিয়া নাইয়া যায় শেষে আশপাশের লোকজন আহত এ দুজন কে উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় শেষে আব্দুর রশিদ মিয়াজান এর অবস্থার অবনতি ঘটলে আংঙ্কা জনক অবস্থায় সিলেট উসমানী মেডিক্যাল কলেজ ভর্তি করা হয় , এই ঘটনায় গত ১১/০৫/২০২২ইং তারিখে মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে আব্দুর রশিদ মিয়াজান বাদি হয়েও একিই বাড়ির মৃত আতাউর রহমানের ছেলে জিয়াউর রহমান(৩৮) ফয়জুর রহমান (৩২) মহিবুর রহমান (৫২) কে আসামি করে , স্বরাষ্ট্রমন্ত্রণালে একটি অভিযোগ ও জকিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে , এই ঘটনায় যদি কোনো মামলা দায় করা হয় তাহলে তাদের কে প্রাণে মেরে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দেয় জিয়াউর রহমান ও তা সহযোগিরা। উল্লেখ্যিত আসামী বিদেশে পলায়ন করিতে পারে বলে জানায় ভুক্ত ভোগীরা।

নরসিংদীতে দোকান দখল নিতে সন্ত্রাসী হামলা আহত ২

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদীয়া বাজারে আনোয়ারা বেগমনের সাইনবোর্ড লাগানো দোকান দখল নিতে আবুল কাশেম এর নেতৃত্বে একদল সন্ত্রাসী হুমায়ুন কবির লাভলুর উপর হামলা চালায়। এতে লাভলুর মাথায় ফেটে যায় ও ডান হাতের আঙুল ভেঙ্গে যায় সেই সময় বাঁধা দিতে গেলে গেলে তার মামা জসিম উদ্দিন কে পিটিয়ে আহত করা হয়েছে। হামলায় আহত লাভলুর বড় ভাই ইটালি প্রবাসী ওমর ফারুক হোসেন এ বিষয়
বলেন, আবুল কাশেম হলো চিহ্নিত সন্ত্রাসী
সে আওয়ামী লীগের আমলে অনেক মানুষের জমি দখল করেছে তার সাথে সব সময় একদল সন্ত্রাসী থাকে শুধু তাই নয় মানুষ কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চাঁদা দাবি করে, চাঁদা দিতে পারলে মামলা তুলে নেয় আর না হয় জেল হাজতে পাঠায়। তিনি আরও বলেন, আমার ছোট হুমায়ুন কবির লাভলুকে পিটিয়ে আহত তো করছে এবং মিথ্যা মামলা দিয়ে আমার ভাইকে জেল হাজতে পাঠিয়েছে সন্ত্রাসী আবুল কাশেম আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করছে যদি আমি এই টাকা দি তাহলে আমার ছোট ভাই এর নামে যে মামলা করছে তা উঠিয়ে নিবে না হয় নিবে না। আমাদের দোকান ও ভাংচুর চালিয়ে সব কিছু ভেঙে ফেলেছে
আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই এটার যেনো সুস্থ বিচার পাই আমি। অভিযুক্ত আবুল কাশেম এর মুঠোফোনে একাদিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করে নাই।
#

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম