সাভারে বিএনপি’র বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আলী রেজা রাজু:

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এ্যাড.মেহেদী হাসানের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভা,বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার(১৬ইডিস্বেবর) ৫৪তম বিজয়ের প্রথম প্রহরে
তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি আয়োজনে পুষ্পঅর্পন করে শহীদের প্রতি শ্রদ্ধ্যা নিবেদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
এসময় প্রধান অতিথি উপস্থিত,ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সপ্মাদক ব্যারিস্টার ইরফান ইবনে অমি,তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপি সভাপতি,হাজী মো:মহিউদ্দিন,হাজী মো:আব্দুল আজিজ,হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক শরিফুল ইসলাম, ,৭নং ওর্য়াড বিএনপির সভাপতি মো:মোশাররফ হোসেন,সাবেক সাধারণ সপ্মাদক ঢাকা জেলা ছাত্রদলের রেজাউল করিম জুয়েল।
এসব এ্যাড.মেহেদী হাসান বলেন,বিজয় এসেছে আবার নতুন করে এটা আমাদের দ্বিতীয় বিজয়,এই বিজয়কে কেউ না যেন নস্যাৎ করতে না পারে যেন,নস্যাৎ করতে আসলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে।শহীদ জিয়াউর রহমান গেরিলা ফোর্স গঠন করেছেন,এপ্রিলে অস্থায়ী সরকার গঠন করেছিলেন,সারা বাংলাদেশে ১১ সেষ্টর গঠন করে মুক্তিযুদ্ধ নেতৃত্ব দেন।হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়কে এমপিও ভুক্ত করার দাবিও তুলেন।
হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মো:শরিফুল ইসলাম বলেন যেখানে আ.লীগকে পু: রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান,সেই আ.লীগই জিয়াউর রহমানকে খুন করে। জিয়াউর বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ করেছিলেন,গামেন্টস, রেমিট্যান্স এসব তার হাতেই গড়া।বিএনপি এ দেশে দিয়েছে জাতীয়বাদ আর আ.লীগ দিয়েছে ভারত প্রিতি।তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশকে কিভাবে মধ্যামসারীর পরিনিত করা সেই নিদের্শনা দিচ্ছেন।আগামীর নির্বাচনে বিএনপির জণগণের কাছে ভোট ও চান তিনি।
এসময় অন্যনা বক্তরা শহিদ জিয়াউর রহমান ও তারেক রহমান,মুক্তিযুদ্ধে বিএনপির ভূমিকা নিয়ে কথা বলেন এবং আগামীর নতুন বাংলাদেশকে বিনির্মানে ছক করেন।

সোনারগাঁয়ে এইচ এসসি পরীক্ষার্থী ছাত্রীর উপর হামলা

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পৌরসভার লাহাপাড়া গ্রামে ভাড়াটিয়া বহিরাগত কিশোর গ্যাং এর হামলা। পূর্ব শত্রুতার সূত্রপাত থেকে শুক্রবার (১০সেপ্টেম্বর)সকালে আঃ হাই এর বাড়ীতে জোর পূর্বক অতর্কিত হামলা চালিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আবুল বাশার পূর্ব পরিকল্পিত ভাবে আহ হাই এর বাড়ীতে ভাংচুর ও লুটপাট করার কথা জানিয়েছেন ভুক্তভোগী।

দেশীয় অস্ত্র নিয়ে হানা দেয় রায়হান গং নামে ১৫/২০ কিশোর গ্যাং বলে জানান আহত আঃহাই। নগদ ১ লাখ টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে যায়। মৌমনি নামে কলেজ পড়ুয়া এক এইচ এসসি পরীক্ষার্থী ঘরে একা পেয়ে মাথায় আঘাত করে তার আতৎ চিৎকারের মৌ মনির পিতা এগিয়ে আসলে তাকেও মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে বলে জানা যায়।

আহতদের আত্মীয় স্বজনরা ও এলাকা বাসী নিরুপায় হয়ে ৯৯৯ নম্বর ফোন দিলে হামলাকারীরা চলে যায়। আবুল বাশার, তাছলিমা,রায়হান গং এরা শাসিয়ে যায় কোন প্রকার আইনের আশ্রয় নিলে কলেজ পড়ুয়া মেয়েকে তুলে নিয়ে যাওয়ার তার ছেলেকে ও প্রাণ নাশের হুমকি প্রদান করেন।

৯৯৯ কলের পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং আহত পরিবারকে আইনের সহায়তা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন। পরিস্থিতি সম্পূর্ণভাবে শান্ত রয়েছে। আহত পরিবারের লোকজন আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী আঃহাই।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম