সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, দুই তরুণের মৃত্য।

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে আল হেলাল জয় (২০) ও তাঁর বন্ধু মাছখোলা শিবতলা গ্রামের হাবিবুল্লাহ গাজীর ছেলে ও সাতক্ষীরা সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তানজিমুল হাসান শিহাব (১৯)।

প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার বেলা তিনটার দিকে মোটরসাইকেলে কলারোয়ার দিক থেকে শহরের দিকে আসছিলেন দুই বন্ধু জয় ও শিহাব। পথে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুমড়েমুচড়ে যায় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটি।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।

সবা:স:জু- ৩৯১/২৪

বাজারে আসছে দুই ও পাঁচ টাকার নতুন নোট

সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের সই করা দুই ও পাঁচ টাকার মুদ্রিত নোট আগামীকাল (২৯ নভেম্বর) বাজারে ছাড়া হবে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটগুলো ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাউন্টার থেকেও নতুন দুই টাকার নোট ইস্যু করা হবে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত দুই ও পাঁচ টাকার নতুন এই দুই টাকার নোটে অর্থসচিবের সইটাই শুধু নতুন। কারণ নতুন এ নোটের রঙ, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই থাকবে। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা