জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

স্টাফ রিপোর্টার: 

জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করতে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে।

এ বিষয়ে বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এতে সভাপতিত্ব করেছেন।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের শুরুতে ছাত্রদের আন্দোলন রাজপথে গড়ায়। এটি এক পর্যায়ে গণআন্দোলনে রূপ নেয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শেখ হাসিনার পদত্যাগের এক দফার ঘোষণা দেওয়া হয়।

এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে দেশের সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে আসে। এতে ৫ আগস্ট জনরোষে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অবসান ঘটে প্রায় সাড়ে ১৫ বছরের দুঃশাসনের।

৫ আগস্ট এই আন্দোলন চূড়ান্ত সফলতা লাভ করলেও ছাত্র-জনতা এর নামকরণ করে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নামে। এছাড়া ৫ আগস্টকে ’৩৬ জুলাই’ হিসেবে অভিহিত করা হয়।

 

সবা:স:জু- ৪০২/২৪

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে নির্বাচন সম্পন্ন; সভাপতি, আকরাম, সম্পাদক এম এ ফরিদ

নিজস্ব প্রতিবেদক :

 গত ০৮ অক্টোবর ২০২২ইং রোজ শনিবার, গাজীপুর জেলা শহরের রাজবাড়ি রোডস্থ ফুড পার্কে দিনব্যাপী শান্ত সুষ্ঠু এবং উৎসবমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ্যাড: মো. আতাউর রহমান আকাশ ও সহকারী কমিশনার এ্যাড.লাবীব উদ্দিন ও কবি আবু নাসির খান তপন নির্বাচন পরিচালনা করেন। ক্লাবের উপদেষ্টা এ্যাড:দেওয়ান মো. আবুল কাশেম ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি+ মোঃ আকরাম হোসেন, কার্যকরী সভাপতি-আবুল বাশার পলাশ, সহ-সভাপতি- মনির হোসেন সরকার, সহ- সভাপতি-হাজী রুহুল আমিন দেওয়ান, সহ-সভাপতি – মোঃ সাইফুল ইসলাম মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক – মো. নুরুজ্জামান শেখ, যুগ্ন-সাধারণ সম্পাদক-এইচ.এম মামুনুর রশিদ আরাবী, যুগ্ন – সাধারণ সম্পাদক -মো. জহিরুল হক, সাংগঠনিক সম্পাদক -বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক – মো. আলী শিকদার, দপ্তর সম্পাদক -সৈয়দা রোকসানা পারভিন রুবি।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা,সাধারণ সম্পাদক -এম এ ফরিদ, সিনিয়র সহ-সভাপতি-তারেক রহমান জাহাঙ্গীর, সহ-সাংগঠনিক সম্পাদক- মো. মনিরুজ্জামান মনির, সমাজ কল্যাণ সম্পাদক- বিলকিছ আক্তার রুবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক- নাসিমা আক্তার রেনু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-নাশিদ আহমেদ তুষার, ধর্ম বিষয়ক সম্পাদক – নেছার আহমেদ (এম.এ),
নির্বাহী সদস্য কাজী মোঃ মকবুল হোসেন, মোঃ ছফুর উদ্দিন (ছফু) সহ জান্নাতুল ফেরদৌস বীথি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম