বেসরকারি শিক্ষক সংবর্ধনায় যাওয়ার সম্মতি দেননি শিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: 

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদকে সংবর্ধনা দেওয়া হবে বলে একটি বেসরকারি শিক্ষক সংগঠন যে প্রচারণা চালাচ্ছে, তা নিয়ে শিক্ষা উপদেষ্টা অবহিত নন এবং সেই অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে তিনি সম্মতিও দেননি। বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসিএর সুপারিশ পাওয়া ইনডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে অনলাইনভিত্তিক বদলির প্রজ্ঞাপন জারি করেছে। এটি ছিল বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের চাওয়া। বেসরকারি শিক্ষকদের মধ্যে যাঁরা নিজ এলাকা ও পরিবার থেকে দূরে আছেন, তাঁদের অসুবিধার কথা বিবেচনা করে শিক্ষা উপদেষ্টা অনলাইনভিত্তিক এই বদলির উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু এই প্রেক্ষাপটে বেসরকারি শিক্ষকদের একটি সংগঠন ২৬ ডিসেম্বর তাদের আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে সংবর্ধনা দেওয়া হবে বলে প্রচারণা চালাচ্ছে। প্রকৃতপক্ষে তাদের কোনো অনুষ্ঠানের ব্যাপারে শিক্ষা উপদেষ্টা অবহিত ছিলেন না এবং সেখানে যাওয়ার ব্যাপারে সম্মতিও দেননি।

সবা:স:জু- ৫০০/২৪

ইবি ছাত্রলীগ নেতার সাদৃশ্য কণ্ঠে কমিটির পদে রদবদলের গোপন কথোপকথন ফাঁস!

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একের পর এক কণ্ঠসাদৃশ্য অডিও ভাইরাল হয়ে চলছে। ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নিয়োগ সংক্রান্ত ‘এডিটেড অডিও’ ফাঁস ও জিডি করার পর এবার ফাঁস হলো সিনিয়র সহ-সভাপতি তন্ময় সাহা টনির সাদৃশ্য কণ্ঠে কমিটির পদে রদবদলের গোপন কথোপকথন।

অডিওতে সহ-সভাপতির কণ্ঠসাদৃশ্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ে ফিরে আসা সংক্রান্ত ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি বাঁধনের নাম শোনা যায়। সেখানে ছাত্রলীগ নেতার সাদৃশ্য কণ্ঠে ইবি শাখা কমিটিতে রদবদলের চেষ্টা করার কথা শোনা যায়।

গত সোমবার (২৬ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা’ আইডি থেকে ভাইরাল হয়। ওই পোস্টের ক্যাপশনে লেখা ছিলো ‘অভিনন্দন আমাগো দাদু ভারপ্রাপ্ত সভাপতি, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, হয়রে দল, হায়রে রাজনীতি, নেতা হতে গিয়ে নিজ দলের ভাবমূর্তি নষ্ট করলে দাদু। তোমার তো সংগঠন থেকে বহিস্কার শুধু না ফাঁসি হওয়া উচিৎ।’ এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হওয়ার মনোবাসনায় তন্ময় সাহা টনির অপতৎপরতা তথ্য ধারাবাহিক পর্ব-১ বলে ক্যাপশন যুক্ত থাকে সাদৃশ্যে কণ্ঠের ওই অডিও থামবেইলের মধ্যে।

 

ভাইরাল হওয়া ওই অডিওতে ইবি ছাত্রলীগের সহ-সভাপতির কণ্ঠসদৃশ কথোপকথন তুলে ধরা হলো, ‘এখন যেহেতু ভাইস চ্যান্সেলর নাই, বাঁধন ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাইকে বললাম- ভাই! তিনি বললেন, কপালে ঠিকঠাক থাকে তাহলে ভারপ্রাপ্ত (ইবি ছাত্রলীগের কমিটিতে সহ-সভাপতি থেকে ভারপ্রাপ্ত সভাপতি) করে দিবনে। কয়টা নিউজ করিয়ে একটা ইস্যু করিয়ে আপনাকে দায়িত্ব দিয়ে দেবনে। বাঁধন ভাই! এইতা নিয়ে তো সাংবাদিকরা বসে থাকবে না, ওরা ওদের মতো লিখবিনে। এখানে এত সাংবাদিক, এত সাংবাদিক। এইটুকু একটা ক্যাম্পাসে টোটাল ধরেন ৬০ টার বেশি সাংবাদিক। ওনার (আরাফাত) ব্যাপারে কেউ ভালো কথা বললো না, সবাই দেখি যিনি ওনার সাথে বসে থাকে, সেও নাকি তাঁর ব্যাপারে.. (অস্পষ্ট ) এই ধরেন সাহেদ টাহেদ আছে, কয়েকটা পত্রিকা আছে এরাই (সংবাদ করতে) শুধু বাদ আছে।’

এই ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি বরিকুল ইসলাম বাঁধনের সাথে যোগাযোগ করা হলে তা সম্ভব হয়নি।

অডিও ফাঁস সংক্রান্ত বিষয়ে ইবি ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় সাহা টনি বলেন, ‘এটা আমার কণ্ঠ নয়, আমি জানিনা এই অডিও কিভাবে এসেছে। ছাত্রলীগের কারো বিরুদ্ধেও এমন কথা বলার প্রশ্নই আসেনা।’

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম