
সবুজ বাংলাদেশ ডেস্ক:
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য হবে আজ। প্রবীণ এ নেতার মৃত্যুতে দেশটিতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।
আজ শনিবার সকালে দিল্লির কংগ্রেস সদর দপ্তরে প্রথমে তার মরদেহ নেয়া হবে। দু’বারের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন কংগ্রেস নেতারা। এর পর স্থানীয় সময় ১১টা ৪৫ মিনিটে নয়াদিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ বিদায় জানানো হবে।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নড্ডাসহ শীর্ষ রাজনীতিবিদরা মনমোহন সিংয়ের দিল্লির বাসভবনে গিয়ে তাকে অন্তিম শ্রদ্ধা জানান। এছাড়াও কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীও সেখানে যান। অনেক বিজেপি নেতাও তার বাড়িতে যান।
বৃহস্পতিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। অর্থনীতিবিদ থেকে রাজনীতিতে নাম লেখানো কংগ্রেসের বর্ষীয়ান এ রাজনীতিবিদের বয়স হয়েছিল ৯২ বছর।
সবা:স:জু- ৫৪৪/২৪






