পটুয়াখালীর বাউফলে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ীকে অপহরণ

স্টাফ রিপোর্টারঃ

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রতিষ্ঠানের মালিক বিশিষ্ট ব্যবসায়ী শিবানন্দ রায় বণিক ওরফে শিবু বণিককে (৭২) অপহরণ করেছে৷

শুক্রবার (৩ জানুয়ারি) রাত সোয়া ১০টায় উপজেলার কালাইয়া বন্দরের মার্সেন্ট পট্টি এলাকার কানু প্রিয়ভাণ্ডার নামক মার্সেন্ট প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

প্রতিষ্ঠানের কর্মচারী ও ব্যবসায়ীর স্বজনরা জানান, সমিতির নিয়মানুযায়ী শুক্রবার মার্সেন্ট পট্টি এলাকায় জুমার নামাজের পরে সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তাই রাতে বিভিন্ন খুচরা বাজারের আদায়কৃত টাকার হিসাব ও আজই ট্রাক যোগে আসা মালামাল গোছানোর জন্য শিবানন্দ রায় বণিক এবং তার কর্মচারী শংকর দাস ও তাপস প্রতিষ্ঠানে ছিলেন। আনুমানিক সোয়া ১০টার দিকে হঠাৎ প্রতিষ্ঠানের সামনের দরজা দিয়ে প্রায় ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং তাদের তিনজনকেই অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। ডাকাত দলের সবাই কিশোর ও তরুণ বয়সী ছিল। ডাকাতদের বয়স আনুমানিক ১৭ থেকে ২৫ বছর। তারা সবাই মানকি টুপি পরা ছিল। আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় সাড়ে সাত লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে কর্মচারী দুজনকে বেঁধে রেখে প্রতিষ্ঠানের পেছনের দরজা দিয়ে ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে নদীপথে অপহরণ করে নিয়ে যায় ডাকাতরা। শিবানন্দ রায় বণিকে প্রতিষ্ঠানের পেছনে আলগী নদী। সেই নদী পথে ট্রলারে করে ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে অপহরণ করে তেঁতুলিয়া নদীর দিকে চলে গেছেন ডাকাতরা।

অপহৃত শিবানন্দ রায় বণিকের ভাই সনজিত রায় বলিক অভিযোগ করেন, তাদের প্রতিষ্ঠানের ২০০ মিটার সংলগ্ন কালাইয়া নৌপুলিশ ফাঁড়ি।

প্রতিবেশী ব্যবসায়ীরা জানান, এমন ঘটনা ভয় ও আতঙ্কের সৃষ্টি করেছে। রাত ১০টায় এখানে সচরাচর লোকজন চলাচল করে। ডাকাতরা পরিকল্পিতভাবে এই ডাকাতি ও অপহরণ করেছে। মুদি মনোহারির মার্সেন্ট ব্যবসায়ীদের জন্য বিষয়টা উদ্বেগজনক।

এ বিষয় ঘটনাস্থল পরিদর্শন করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘ঘটনা জানার সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। যেহেতু তাকে অপহরণ করে নদীপথে নিয়ে যাওয়া হয়েছে, তাই আমরা নদীতে অভিযানের প্রস্তুতি নিচ্ছি।’

 

সবা:স:জু- ৬২৩/২৪

 

আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক॥

চেক প্রতারণার অভিযোগের মামলায় অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (২৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মুস্তাফা রেজা নূর এ পরোয়ানা জারি করেন। একইসঙ্গে আগামী ২৭ মার্চ গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

মামলার বাদী পক্ষের আইনজীবী মিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তোফাজ্জল হোসেন নামক একজন বেসরকারি চাকরিজীবী আলেশা মার্ট থেকে একটি মোটরসাইকেল কেনেন। কিন্তু সেটি যথাসময়ে না দেওয়ায় এক লাখ ৬৩ হাজার টাকার একটি চেক দেওয়া হয়।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, চেক প্রতারণার অভিযোগে গত ৭ সেপ্টেম্বর আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলমের বিরুদ্ধে আবদুল্লাহ আল আমুন নামের একজন গ্রাহক আদালতে মামলা করেন। মামলায় দাবি করা হয়, আলেশা মার্ট থেকে মোটরসাইকেল কেনার জন্য গত জুন মাসে তিনি ক্রয়াদেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য না পাওয়ায় তিনি অভিযোগ করেন। পরে আলেশা মার্টের পক্ষ থেকে চার লাখ টাকার দুটি চেক আবদুল্লাহ আল মামুন বরাবর ইস্যু করা হয়। তবে চেকের বিপরীতে ব্যাংক হিসাবে অর্থ জমা না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। পরে তিনি বাদী হয়ে মামলা করেন।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ