সৌদি আরব প্রবাসীদের জন্য দুঃসংবাদ

সবুজ বাংলাদেশ ডেস্কঃ

ভিসা ও ইকামাসহ সাতটি সেবায় ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে প্রবেশ ও বহির্গমনের ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ১০৩ দশমিক ৫ রিয়াল। আর বসবাসের অনুমতি ও চূড়ান্ত বহির্গমনের ফি পুনর্বিবেচনা করে যথাক্রমে ৫১ দশমিক ৭৫ রিয়াল ও ৭০ রিয়াল করা হয়েছে। এছাড়া কর্মচারীদের রিপোর্ট ফি ধরা হয়েছে ২৮ দশমিক ৭৫ রিয়াল। আর পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে প্রবাসীদের দিতে হবে ৬৯ রিয়াল।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম আবসার এক্স পোস্টে জানিয়েছে, ভ্রমণ ভিসায় প্রবেশ করার পর যদি কেউ হারিয়ে যান, তাহলে তাকে দেশটিতে যিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনি এ বিষয়ে রিপোর্ট করতে পারবেন। এ ক্ষেত্রে কয়েকটি শর্ত পূরণ করতে হবে তাকে। সেটি হচ্ছে, ব্যক্তিগত ও পারিবারিক ভ্রমণ ভিসা হতে হবে।

ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা যাবে, কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার ১৪ দিন পর আবেদন করা যাবে না। আর আবেদন তখনই করা যাবে, যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। একজনের জন্য কেবল একটি রিপোর্টই করা যাবে। আবার রিপোর্ট দাখিল পর তা প্রত্যাহার করা যাবে না বলে ওই পোস্টে জানানো হয়েছে।

 

সবা:স:জু- ৬৬২/২৫

মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতির ‘মা’এর ইন্তেকাল

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান বিপ্লব শিকদার সাহেবের ‘মা’ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার ৩১ জানুয়ারি রাত গভীর রাত ১টার সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যকালে তার বয়স ছিল ৬৭।
জানা যায়, ব্রেইন স্ট্রোক করে দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানায় ছিলেন। তিনি উপজেলার দড়িকান্দি গ্রামের নিবাসী, মোঃ শাহজাহান শিকদারের সহধর্মিণী এবং মেঘনা উপজেলা প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সভাপতি, মোঃ মাহমুদুল হাসান বিপ্লব শিকদারের মা মোসাঃ জাহানারা বেগম, তিন ছেলে এক মেয়েসহ চার সন্তানের জননী ছিলেন।
তার মৃত্যুতে মেঘনা উপজেলা প্রেসক্লাব ও মেঘনার বিভিন্ন রাজনৈতিক দল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোককসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বাদ-জোহর দড়িকান্দি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন সহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ প্রমূখ।
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান