মধ্যরাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে এসিল্যান্ড

স্টাফ রিপোর্টারঃ

শরীয়তপুরে রাতের বেলায় রাস্তায় শুয়ে থাকা দিনমজুর, ভ্যানচালক ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ।

বুধবার জেলার নড়িয়ায় শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

সরকারের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ রাতে কম্বল নিয়ে হাজির হন শীতার্তদের কাছে। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় দুই শতাধিক দিনমজুর এবং ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

কম্বল পেয়ে রিকশাচালক আব্দুল সাত্তার বলেন, ‘আমি গরিব মানুষ। রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। শীতে গরম কাপড় না থাকায় খুব কষ্ট হচ্ছিল। আজকে রাতের বেলায় স্যার এসে নতুন কম্বল উপহার দিছে, আমি খুব খুশি।’

নড়িয়া এলাকার বাসিন্দা ইউনূস হাওলাদার বলেন, ‘এসিল্যান্ড স্যার রাতের বেলায় রাস্তায় এসে আমাদের সার্বিক খোঁজ-খবর নিয়েছেন। পরে নতুন কম্বল উপহার দিয়েছেন। আমরা কম্বল পেয়ে সবাই খুশি।’

এসিল্যান্ড মো: পারভেজ জানান, ‘সরকারের দেওয়া উপহারের কম্বল শীতার্ত মানুষের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে। সমাজের বিত্তবানদের উচিত তার প্রতিবেশী মানুষটির খোঁজ রাখা, গরম কাপড় দিয়ে শীতার্তদের পাশে দাঁড়ানো।’

 

সবা:স:জু- ৭১২/২৫

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ শাখার উদ্যোগে গুণিজন সংবর্ধণা

 

আর কে রুবেল

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সমাজের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজন সম্মাননা ক্রেস প্রদান অনুষ্ঠান গত ২০ অক্টোবর গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলার সভাপতি ছালিক আহমদের সভাপতিত্বে ও সিলেট জেলার সাধারণ সম্পাদক বাবুল খান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ ও জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, গোলাপগঞ্জ পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। প্রধান বক্তা বক্তব্য রাখেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল। বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ নুরুল হুদা নাইম, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ। বক্তব্য রাখেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলার সভাপতি ও প্রথম সিলেট পত্রিকার সম্পাদক আমিনুল হক, কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক কামাল খান, ৩নং ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হানিফ খাঁন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সাংস্কৃতিক সম্পাদক, আবু সুফিয়ান আজম,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন,নিরাপদ সড়ক চাই গোলাপগঞ্জ উপজেলার সভাপতি মোহাম্মদ ইলিয়াস বিন রিয়াছত প্রমুখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব রাখেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হাছিব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ইসমাইল হোসাইন, সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক শাহান উদ্দিন নাজু, বুধবারি বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাক আহমদ, পৌর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ছাদেক আহমদ, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলার উপদেষ্টা আফতার হোসেন,সদস্য আব্দুস সামাদ আজাদ, গোলাপগঞ্জ উপজেলার উপদেষ্টা কামাল উদ্দিন, আব্দুল করিম, ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা পৌরসভার কাউন্সিলর শেফা বেগম, নিরাপদ সড়ক চাই গোলাপগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক দেলোওয়ার আহমদ, সাবেক গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি সুয়েদুর রহমান সুয়েদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয় রায় হিমেল,মানবাধিকারকর্মী সাংবাদিক দাঁড়া খাঁন, সোসাইটি অব জতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি হেলাল আহমদ, সাধারণ সম্পাদক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার আহমদ, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক চেরাগ আলী, সহ সাংগঠনিক সম্পাদক তাবারক আলী, দপ্তর সম্পাদক মিলাক আহমদ, সহ দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ, প্রচার ও মিডিয়া বিষয় সম্পাদক মোহাম্মদ হেলাল আহমদ, সহ প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক লায়েক আহমন,অর্থ বিষয় সম্পাদক সুজন আহমদ,সহ অর্থ বিষয় সম্পাদক মইনুল ইসলাম, আইন বিষয় সম্পাদক আব্দুল আহাদ, দুর্যোগ ও ত্রাণ বিষয় সম্পাদক লায়েক আহমদ, পরিবেশ বিষয় সম্পাদক মুক্তার আহমদ, সাংস্কৃতি বিষয় সম্পাদক বোরহান উদ্দিন রাসেল, সদস্য মুজিবুর রহমান, জুবের আহমদ, বাবুল রঞ্জন দাস প্রমুখ। এ সময় আরো বিভিন্ন জায়গা থেকে সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেন, আমাদের সমাজে অনেক ভালো প্রতিভা লুকিয়ে আছে, শুধুমাত্র মিছিল মিটিং, বক্তব্য বা অনুদান দিয়ে এই সমাজকে পরিবর্তন বা উন্নয়ন করা যায় না। আগে সেই প্রতিভাগুলো বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে। তাহলেই সমাজের উন্নয়ন হবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা হলেন এই সমাজের মুল চালিকা শক্তি। আপনারাই পারেন লেখনি শক্তি কে কাজে লাগিয়ে এ সমাজকে উন্নয়নের দোরগোড়ায় পৌছে দিতে। তিনি বলেন, সমাজের উন্নয়নে কাজ করতে হলে নিজের ইচ্ছাশক্তি থাকতে হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের