মিটার আছে কিন্তু এর ব্যবহার নেই

স্টাফ রিপোর্টারঃ

মিটার আছে। তবে, ব্যবহার নেই। ভাড়া নির্ধারিত আছে, কেউ মানেন না। চালকরা ভাড়া হাকেন ইচ্ছামতো। অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে গণপরিবহনের অন্যতম বাহন সিএনজি চালিত অটোরিক্সায়।

রফিক আহমেদ। প্রিয় সন্তানদের নিয়ে উত্তরা থেকে মিরপুরে চিড়িয়াখানায় যেতে চান। উত্তরার হাউস বিল্ডিং এলাকায় বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষোয়। একে একে কয়েকটি অটোরিক্সা চালকের সঙ্গে কথাও বলেন। কিন্তু ভাড়া নিয়ে বনিবনা হচ্ছিলো না। অগত্যা চুক্তিতে বাড়তি ভাড়ায় রাজি হন।

শুধু রফিক আহমেদ নয়। দিনের পর দিন চালকরা মিটারে যেতে অস্বীকৃতি জানানোয় দরদাম করে চুক্তিতে যাওয়াই যেন স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মেনেও নিয়েছেন সবাই। ফলে মিটার শুধু একটি অচল যন্ত্র মাত্র। এ নিয়ে ট্রাফিক পুলিশেরও নেই কোনো তদারকি।

চালকদের দাবি, যানজটের ঢাকায় দীর্ঘদিন সিএনজি চালিত অটোরিকশা ধরেই মালিকরা দ্বিগুণ জমা নিচ্ছেন। এ কারণেই মিটারে যাওয়া সম্ভব হয় না। অগত্যা পুলিশের হয়রানি এড়াতে দু’পক্ষই বলছে, মিটারে চলছে।

বাজারে একটি নতুন অটোরিকশার দাম সাড়ে পাঁচ লাখ থেকে পৌঁনে ছয় লাখ টাকা। কিন্তু মহানগরীতে শুধু বিআরটিএ’র নিবন্ধন পাওয়া অটোরিক্সাই চলাচলেরই অনুমতি আছে। এ ধরনের একেকটি অটোরিকশা হাতবদল হয় ২০ থেকে ২৫ লাখ টাকায়। সেই টাকা তুলে নেয়া হয় যাত্রীদের কাছ থেকে।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বাস্তবতায় এই অটোরিক্সার নিয়ন্ত্রণ কঠিন। এজন্য সড়কে শৃঙ্খলা ফেরাতে ছোট পরিবহনের উপর নির্ভরশীলতা কমাতে হবে।

 

সবা:স:জু- ৭২৩/২৫

এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আজ প্রকাশিত হবে। যেসব শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন, তারা বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ফল জানতে পারবেন।

ফল জানার পদ্ধতি:

দুইটি পদ্ধতিতে পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে:  
১. এসএমএসের মাধ্যমে: ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দেয়া হয়েছিল, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেয়া হবে।

২. ওয়েবসাইটের মাধ্যমে: শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।

গত ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেয়া হয়। বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে খাতা পুনর্মূল্যায়ন করা হয় না। কেবল পরীক্ষকদের দেয়া নম্বরগুলো সঠিকভাবে যোগ হয়েছে কি না, তা যাচাই করা হয়।প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশিত হয়। এ বছর সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।

শিক্ষার্থীদের সুবিধার্থে ফলাফল এসএমএসের পাশাপাশি ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বোর্ড। বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

সবা:স:জু-১০২/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে তরুণ নিহত প্রশাসনের যেকোনো রদবদল প্রধান উপদেষ্টা নিজেই সরাসরি তদারক করবেন যমুনা অয়েলে পদোন্নতি পেতে যাচ্ছে একাধিক দুনীতিবাজ কর্মকর্তা আমতলীতে সাংবাদিক ও শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার