কাউন্সিল নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জে তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন ব্যক্তি আহত হয়েছেন।

রোববার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সবা:স:জু- ৭৬৮/২৫

সাফ বিজয় নারী অগ্রযাত্রায় মাইলফলক: জিএম কাদের

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (১৯ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ফুটবল কোচ ও বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মেয়েদের এই অর্জন গৌরবোজ্জ্বল। তারা প্রমাণ করেছে, প্রতিবেশী সব রাষ্ট্রের চেয়ে ফুটবলে আমাদের মেয়েরাই সেরা। টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে তারা।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে বাংলাদেশের মেয়েরা এই গৌরবের ধারাবাহিকতা রক্ষা করতে সমর্থ হবে। এই সাফল্য নারীদের অগ্রযাত্রায় মাইলফলক হয়ে থাকবে।

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম