মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

আজিজুর রহমান বাবু। শরীয়তপুর প্রতিনিধি :

গোপন তথ্যের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ওবাদুল হক এর নেতৃত্বে আজ বিকাল ৩ ঘটিকার সময় খাসমহল বাজার এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী মাদক বিক্রি করার সময় হাতে নাতে ৬০ পিচ ইয়াবা জব্দ করা হয়। ধৃত আসামী আমিনুল মোল্লা (৪০) পিতা /নুরুল হক মোল্লা সাং- চরপাইয়াতলী মোল্লা কান্দি, থানা- সখিপুরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মাদক আইনে মামলা রজ্জু করা হয়।

লাবীব গ্রুপের উদ্যোগে ২০৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

লাবীব গ্রুপের উদ্যোগে ২০৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

টাঙ্গাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের সখীপুরে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের উদ্যোগে এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত ২০৫ জন শিক্ষার্থীকে নগদ ২০ লক্ষ ৫০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। সোমবার(১১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আব্দুল্লাহ আল রনী।

জানা যায়, উপজেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০৫ জন জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ ৫০ হাজার টাকার উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সালাউদ্দিন আলমগীর বলেন, তোমরা এসএসসিতে ভালো ফলাফল করেছো, এই সাফল্যের ধারাবাহিকতা তোমাদেরকে ধরে রাখতে হবে। আগামী দুই বছর ভালোভাবে পড়াশোনা করলে তোমরা নি:সন্দেহে তোমাদের সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারবে।

অনুষ্ঠানে বক্তব্যে এক প্রধান শিক্ষক বলেন, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল আমাদেরকে সম্মানিত করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আব্দুল্লাহ আল রনী বলেন, লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর শুধু সখীপুরের গর্ব নয়, তিনি সারা বাংলাদেশের গর্ব। ওনার এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরো অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে সহকারী কমিশনার(ভূমি) নাজমুস সামা, সাবেক সিভিল সার্জন ডা. মো: আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, এডামেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাবেক প্রকল্প পরিচালক ফজলুল হক বাচ্চু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কৃতি শিক্ষার্থীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আমতলীতে সাংবাদিক ও শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান