ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১২

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জে ওয়ার্ড কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে। এতে বিএনপি নেতাসহ উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে ছাত্রদল নেতা আরমান হোসেন রাকিব ও ফাহিম চৌধুরীসহ তাদের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন, স্থানীয় বিএনপি নেতা কবির পাটোয়ারী, আহাম্মেদ তফু, অহিদ উল্যা, যুবদল নেতা রাজু পাটোয়ারী, শাহাদাত পাটোয়ারী, সিরাজ মিয়া, ছাত্রদল নেতা শরীফ হোসেন, মিরাজ হোসেন, সিয়াম, ফারুক হোসেন, মো. ফাহিম ও শাকিল। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দলীয় সূত্র জানায়, ওয়ার্ড কমিটি বিলুপ্তির ঘটনা নিয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান হোসেন রাকিব ও সদস্য ফাহিম চৌধুরীর সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও একে অপরের বিরুদ্ধে লেখালেখি করে। এতে সোমবার ফাহিম ইউনিয়ন পরিষদে এলে রাকিবের অনুসারীরা তাকে মারধর করে। এ ঘটনায় বিকেলে ছাত্রদলের একাংশ প্রতিবাদ সভার আয়োজন করে। ওই সভায় রাকিবের পদত্যাগের দাবি উঠে। এর জের ধরে বাজারে দু’পক্ষের মধ্যে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে।

ভোলাকোট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান হোসেন রাকিব বলেন, ১, ২, ৬ ওয়ার্ড কমিটি বিলুপ্ত করায় একটি পক্ষ আমার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালায়। এখন আবার আমার বিরুদ্ধে ফাহিম মিথ্যা অভিযোগ তুলেছে।

ভোলাকোট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মুকসুদি বলেন, ছাত্রদলের একাংশ প্রতিবাদ সভা করেছে। আমরা সেখানে ছিলাম। সেখান থেকে চলে আসলে পরে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, হামলা-সংঘর্ষের ঘটনা কেউ আমাকে জানায়নি। খোঁজ নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুই পক্ষকে শান্ত থাকার জন্য দলের সিনিয়র নেতারা নির্দেশ দিয়েছেন।

তারাকান্দা উপজেলাকে ভূমি ও গৃহহীন   মুক্ত ঘোষণা উপলক্ষে যৌথ কমিটি’র সভা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটি’র সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সোমবার (২০ফেব্রয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত’ র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন,ময়মনসিংহের উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্হাপনা অতিরিক্ত জেলা প্রসাশক মাহ্ফুজুল আলম মাসুম।

অন্যান্যদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন খন্দকার, ইকরামুল হক তালুকদার, সামছুল আলম রাজু, খাদেমুল আলম শিশির, বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব সরকার প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলার সকল কর্মকর্তাগন,সাংবাদিকগন,শিক্ষক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

জানা গেছে, উপজেলায় ১ম,২য়,৩য় ও ৪র্থ ধাপে বানিহালা ইউনিয়নে ৩১টি,বালিখাঁ- ৪৫ টি,রামপুর -৩৫ টি, ও কামারগাঁও ইউনিয়নে ৪০ টি ঘরসহ মোট ১শত ৫১ টি পরিবার কে বিনামূল্যে ঘর দিয়েছে সরকার। যার প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৬৯ হাজার টাকা।

সভায় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন,ভূমিহীন ও গৃহহীন ব্যক্তিদের ঘড় প্রদানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীতে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলো। যা পৃথিবীর কোন দেশের রাষ্ট্র প্রধান এ ধরনের মহৎ উদ্যোগ নেয়নি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি