যে বিপদে পড়তে পারেন ক্রোম ব্যবহারকারীরা

অনলাইন ডেস্ক: গুগল ক্রোম ব্রাউজার বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় এবং ব্যবহৃত ব্রাউজার হিসেবে পরিচিত।

তবে, সাম্প্রতিক সময়ে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এই ব্রাউজারের মাধ্যমে হ্যাকাররা ইউজারদের ডিভাইস সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিতে পারে। হ্যাকাররা ক্ষতিকারক সফটওয়্যার ইনস্টল করে সংবেদনশীল তথ্যও চুরি করে নিতে পারে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) গুগল ক্রোম ব্রাউজারের একটি নিরাপত্তা ত্রুটি নিয়ে সতর্কতা জারি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ক্রোমের 132.0.6834.110/111 ভার্সন এবং তার পূর্ববর্তী ভার্সনগুলো উইন্ডোজ ও ম্যাক ইউজারদের জন্য বিপজ্জনক হতে পারে।

এই সব ত্রুটি এড়াতে ইউজারদের গুগল ক্রোম আপডেট করতে বলা হয়েছে। আর এর জন্য গুগল ক্রোমের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখান থেকেই আপডেট করতে হবে। আর তাহলেই সুরক্ষিত থাকতে পারবেন ইউজাররা।

প্রসঙ্গত, ক্রোম আপডেটের ক্ষেত্রে অনেক সময় অটোমেটিক আপডেটও অন করা থাকে। সেক্ষেত্রেও বিপদের সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। পাশাপাশি নিয়মিত কুকি, ক্যাশ ডিলিট করা দরকার। ডিলিট করা যেতে পারে হিস্ট্রিও।

ফেসবুকে মিথ্যা তথ্য ও ছবি দিয়ে পুরুষদের ফাঁদে ফেলার অভিযোগ

স্টাফ রিপোর্টার:

ফেসবুকে মিথ্যা তথ্য ও ছবি দিয়ে বিভিন্ন বয়সী পুরুষদের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর অভিজাত এলাকা বনানীর তুলনা আল হারুন নামে মধ্য বয়সী নারী মডেলের বিরুদ্ধে। ব্ল্যাকমেইল ও প্রতারণার দায়ে একাধিকবার গ্রেফতার হয়েছেন তিনি। কিছুদিন পূর্বে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ আইন লঙ্ঘনেরও গ্রেফতার করা হয়েছিলো তাকে; কিন্তু জামিনে ফিরে আবারো শুরু করেন পুরুষদের ফাঁদে ফেলার কাজ। তুলনা আল হারুনের টার্গেটে থাকে ধনী বয়স্ক পুরুষরা। যাদের ফাঁদে ফেলে হাতিয়ে নেন টাকা, স্বর্ণ ও ডায়মন্ড।
জানা গেছে রাজধানীর অভিজাত পরিবারের ছেলেদেরও টার্গেট করে শুরু করছেন ব্ল্যাকমেইল। অশ্লীল ছবি দিয়ে বাগে আনার পর ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন তুলনা।
গুলশানের স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী রইসুল ইসলাম জুয়েল বলেন, আমাকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তুলনা। এছাড়াও সম্মানহানি করেছে সে। শুধু আমি না এরকম অনেক ছেলেদের ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে।ব্ল্যাকমেইলিং করাই তার পেশা। এছাড়া অন্যান্য ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করলে তারাও একই কথা জানান।
আইনশৃঙ্খলা বাহিনীকেও চোখ ফাঁকি দিয়ে কৌশলে তুলনা আল হারুন চালিয়ে যাচ্ছে ব্ল্যাকমেইলিং কাণ্ড। তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নেওয়া হলে বেপরোয়া হয়ে উঠবেন তিনি। এ বিষয়ে তার সাথে বার বার যোগাযোগ করেও মন্তব্য পাওয়া যায়নি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান