ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে।

মোনাজাত পরিচালনা করবেন শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।

শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আয়োজকরা জানান, বুধবার বাদ ফজর ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুকের বয়ান করার কথা রয়েছে। সকাল ৯টা ৩০ মিনিটে হেদায়েতি বয়ান করবেন হিন্দুস্থানের মাওলানা আব্দুর রহমান। এ বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাত পরিচালনা করবেন শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। প্রথম ধাপের আখেরি মোনাজাতও তিনিই পরিচালনা করেছেন।

এদিকে, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে ২৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হয়।

রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সোমবার (৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপ শুরু হয়, যা আজ শেষ হচ্ছে।

৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।

আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না’

আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন বিভাগের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। আপনাদের কাছে পক্ষপাতিত্ব কথা মনে হতে পারে তারপরও বলছি, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। ঢাকার কথায় বাংলাদেশ উঠে-বসে। ঢাকার কথায় পরিবর্তন আসে, ঢাকার কথায় নতুনত্ব আসে। আমি মনে করছি; আপনারা মতবিনিময় সভা থেকে এমন প্রতিজ্ঞা নিয়ে যাবেন যে, বাংলাদেশে রাজনীতিতে আগামী দিনে যে পরিবর্তন আসবে সেই লক্ষ্যে কাজ করতে হবে। কারণ অনির্বাচিত ক্ষমতাসীনরা মুখে বলে তারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষের শক্তি। অথচ তারাই করেছে একদলীয় বাকশাল। তারা যে মডেল তৈরি করেছে যেখানে কাউকে কথা বলতে দেয় না। তাহলে কীভাবে তারা স্বাধীনতার পক্ষের শক্তি হল সেই প্রশ্ন কি আমরা আজকে করতে পারি না।’

বৃহস্পতিবার (২ মার্চ) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মঈন খান।

তিনি বলেন, ‘পথে ঘাটে আমরা যখন কথা বলার সুযোগ পাব তখনেই বলব-আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। ৭১ সালে তাদের কী ভূমিকা ছিল? সেই ২৫ মার্চের কালো রাত্রে যখন হায়েনার মতো পাকিস্তান বাহিনী ঝাপিয়ে পড়েছিল তাদের ভুমিকা কী ছিল? তাদের ভূমিকা ছিল একটি পলায়ন রাজনৈতিক দলের ভূমিকা। তারা পালিয়ে গিয়েছিল। কাপুরুষের মতো সীমানা টপকে অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুক ফুলিয়ে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি পাকিস্তানিদের ভয় পাননি।’

মঈন খান বলেন, ‘আমাদের একটা বিশেষ এজেন্ডা আছে। আমরা যেভাবে আন্দোলন করছি সেই আন্দোলন অবশ্যই সফল হবে। মতবিনিময় সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দেবেন, আপনারাও খোলা মন নিয়ে পরামর্শ দেবেন। কীভাবে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে অপসারণ করে গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠা করতে পারব। যেভাবে বাংলাদেশে জিয়াউর রহমান গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করেছিলেন। যেভাবে খালেদা জিয়া এই দেশে সংসদীয় পদ্বতি পুনপ্রতিষ্ঠা করে ছিলেন।

সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের শৃঙ্খলাবোধ রাখার আহ্বান করে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধুমাত্র তৃণমূলের নেতা-কর্মীদের গুরুত্ব দেননি; একইসঙ্গে তিনি গুরুত্ব দিয়েছেন তৃণমূল পর্যায়ে যারা আপনারা জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন, অতীতে করেছেন।

তিনি বলেন, নতুন প্রজন্মকে জানাতে হবে যে আজকে সরকার মিথ্যা ইতিহাস লিখে পাঠদান করাচ্ছে। আমাদের সেটা প্রতিহত করতে হবে। সত্যিকার ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। জনপ্রতিনিধি হিসেবে আপানারা সচেতনভাবে সেই দায়িত্ব পালন করবেন। আমি পর্দায় দেখতে পাচ্ছি আমাদের নেতা তারেক রহমানকে, আমার মনে হচ্ছে না তিনি সুদূর ৫ হাজার মাইল দূরে আছেন। মনে হয় তিনি আমাদের সঙ্গে পাশেই আছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান