নবাব পরিচয়ে প্রতারণা: রাজধানীতে সক্রিয় সংঘবদ্ধ অপরাধ চক্র

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার নবাব পরিচয়ের আড়ালে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তৎপরতা প্রকাশ্যে এসেছে। চক্রটির মূল হোতা হিসেবে উঠে এসেছে খাজা ইকবাল আহসান উল্লাহ নামের এক ব্যক্তি, যিনি নিজেকে নবাব দাবি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। খাজা ইকবাল আহসান উল্লাহ দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছেন। সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে ৬-৭টি মামলা চলমান থাকলেও, আদালতের আদেশ উপেক্ষা করে তিনি মিরপুর, রূপনগর, পল্লবী, বাউনিয়া, সাভারসহ বিভিন্ন এলাকায় ওয়াকফ এস্টেটের জমি ৯৯ বছরের জন্য নামমাত্র মূল্যে লিজ দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।
সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য তিনি ভুয়া নবাব টাইটেল ব্যবহার করে এবং নবাব পরিবারের নাম ভাঙিয়ে বিভিন্ন সম্পত্তিতে অবৈধভাবে হস্তক্ষেপ করেছেন। এছাড়া, “নবাবী টেলিভিশন চ্যানেল” নামে একটি প্ল্যাটফর্ম চালু করে নিজেকে বৈধ নবাব প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় বরাবরে অভিযোগ জমা পড়েছে যার সূত্রে পাওয়া যায় খাজা ইকবাল আহসান উল্লাহ নিজেকে নবাব পরিবারের মোতাওয়াল্লী দাবি করেন এবং ভুয়া তথ্য ছড়িয়ে প্রতারণা চালিয়ে যাচ্ছেন। এমনকি সুপ্রিম কোর্টে চলমান মামলা (সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং- ২৮৪৯/২০২১) শুনানির আগেই তিনি প্রভাব খাটিয়ে কোর্ট বায়েস্টের বিনিময়ে কন্ট্রাক্ট নিয়ে নিয়েছেন বলে প্রচার করছেন।
এছাড়া, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্নীয় বলে পরিচয় দেন এবং দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী তার ফুপু। সাবেক প্রধান বিচারপতি এবং বর্তমান রাষ্ট্রপতির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও প্রচারণা চালান। এমনকি, সজীব ওয়াজেদ জয়, ব্যারিস্টার ফজলে নূর তাপস, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলে প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন এবং তাদের আস্থার সুযোগ নিয়ে অর্থ আত্মসাৎ করেন। অভিযোগের বিষয় খাজা ইকবাল আহসানুল্লাহ র সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন ও ঠিকানায় গিয়েও পাওয়া যায়নি।

অনুসন্ধানে জানা যায়, খাজা ইকবাল আহসান উল্লাহর মতো আরেকজন প্রতারক খাজা আলী হাসান আসকারী (আসল নাম আব্দুল কাইউম, পিতা আব্দুস সালাম, সাং ইসলামবাগ) একই কৌশলে ওয়াকফ এস্টেটের জমি আত্মসাৎ করার চেষ্টায় লিপ্ত। জানা গেছে, তিনি আগেও প্রতারণার দায়ে জেল খেটেছেন এবং তার অপরাধমূলক কার্যক্রম বিভিন্ন পত্রিকায় ও অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে। অভিযোগের বিষয় খাজা হাসান আজ কাদের সাথে যোগাযোগ করতে গেলে উনি বলেন যা পারেন করেন আগে অনেক নিউজ হয়েছে আপনি গ্রেফতার হয়েছিলেন কিনা এ বিষয়ে বললে উনি বলেন হ্যাঁ হয়েছিলাম তো কি হইছে ।

ভুয়া নবাব পরিচয়ধারী এই প্রতারক চক্র ওয়াকফা এস্টেট এর সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য সক্রিয় রয়েছে। বিশেষ করে আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের জমি নামমাত্র মূল্যে দেওয়া হবে বলে প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

এই অভিযোগের বিষয় আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেছা ওয়াকফা এস্টেট এর অফিসিয়াল মোতাওয়াল্লী আবুল কালাম আনসারী ( জামাল ) এর সাথে যোগাযোগ করলে তিনি জানান এই প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক থাকার অনুরোধ করেন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে এই প্রতারণার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। তিনি আরো জানান এই চক্রের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে স্টেট এর পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়েছে মামলা চলমান আছে এ থাকা সত্ত্বেও তারা তাদের প্রতারণার জাল বিস্তার করে রেখেছে আমি অনুরোধ করছি গণমাধ্যমকে সচেষ্ট ভূমিকা রাখার জন্য ।

প্রধান উপদেষ্টাই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন

স্টাফ রিপোর্টার:

 

প্রধান উপদেষ্টাই সুবিধামতো সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্ন ছিল, নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এখন মানুষের জানার আগ্রহ, কবে নির্বাচন হতে পারে। এর মধ্যে একজন উপদেষ্টা লন্ডনে এক অনুষ্ঠানে বলেছেন, ২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে, যা গণমাধ্যমে এসেছে। আসলে নির্বাচন কবে হতে পারে?

এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ দেওয়া হয়নি। নির্বাচনের তারিখ তিনিই ঘোষণা দেবেন এবং তার পক্ষ থেকেই দেওয়া হবে। বাকি যারা বলেছেন, তা নিজেদের মতামত।

আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার আরেক উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রত্যেকে তার মতামত দিতে পারেন। কিন্তু সরকার নির্বাচন কমিশন গঠন করেছে সম্পূর্ণ আইন মেনে।

এদিকে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, বিভিন্ন ব্যাংক, আদালতসহ সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো অনেক ব্যক্তির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে থাকে। এই নিষেধাজ্ঞার কারণ স্পষ্ট করতে অন্তর্বর্তী সরকার নতুন নীতিমালা করবে।

প্রধান উপদেষ্টার উপপ্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ না থাকলে বিমানবন্দরে কাউকে হয়রানি করা হবে না। এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা করা হবে।

তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা চলাচলে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে। এরপর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আশা করি, আপিলে ইতিবাচক রায় আসবে।

এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তালিকা প্রকাশ করবে গুম কমিশন। তালিকার ভিত্তিতে সরকার ব্যবস্থা নেবে।

ডেঙ্গু প্রতিরোধে সরকারের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার এই উপপ্রেস সচিব বলেন, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে সরকার। যেসব পদক্ষেপ গ্রহণ করলে ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যু কমে আসবে সেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের পেজ থেকে গুজব ছড়ানো প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যেম ব্যবহার করে ছড়ানো গুজবগুলো প্রতিরোধ করতে সরকার চেষ্টা করে যাচ্ছে। ইনডিপেনডেন্ট ফ্যাক্টচেকাররাও কাজ করছে। এটি সম্মিলিত প্রয়াস হতে হবে।

 

সবা:স:জু-১৮৮/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি