বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: হামজা চৌধুরীর অভিষেকের অপেক্ষায় আছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে শিলংয়ে অনুষ্ঠেয় এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেড তারকার।

তবে এর আগেই বড় এক দুঃসংবাদ পেল বাংলাদেশ। দলটির নিয়মিত মুখ বিশ্বনাথ ঘোষ ছিটকে গেছেন পুরো মৌসুমের জন্য। ২০২৪-২৫ মৌসুমের বাকি সময়ে আর মাঠে নামতে পারবেন না, কারণ তার সাম্প্রতিক অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। যার ফলে আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের তৃতীয় (চূড়ান্ত) রাউন্ডের ম্যাচে খেলতে পারবেন না তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জুবায়ের নিপু।

শুক্রবার সাংবাদিকদের তিনি জানান, ‘তার (বিশ্বনাথ) পুনর্বাসন আগামী সপ্তাহে শুরু হবে। সে কত দ্রুত সুস্থ হয়ে উঠবে, তার ওপরই নির্ভর করছে তার ফেরার সময়।’

তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত নই যে সে এই মৌসুমে আর খেলতে পারবে কি না। আর খেলতে পারলেও, কয়টা ম্যাচ খেলতে পারবে বা কতটুকু সময় মাঠে থাকতে পারবে, তা অনিশ্চিত।’

জাতীয় দলের নিয়মিত সদস্য বিশ্বনাথ ঘোষ গত বছরের সেপ্টেম্বরে ভুটানে আন্তর্জাতিক সফরের সময় হাঁটুর চোট পান। এরপর ডিসেম্বরে ব্যাংককে তার অস্ত্রোপচার হয় এবং বর্তমানে কিংসের ফিজিও আবু সুফিয়ান সরকারের অধীনে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি।

বিশ্বনাথ নিজের অবস্থা নিয়ে বলেন, ‘আমি যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চাই, কারণ আমি অনেক দিন ধরে ফুটবলের বাইরে আছি। তবে কবে ফিরতে পারব, তা আমি জানি না।’

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা : শোক প্রকাশ বিসিবি-বাফুফের

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা : শোক প্রকাশ বিসিবি-বাফুফের

ডেস্ক রিপোর্টার:
উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশেই শোকের পরিবেশ বিরাজ করছে। দেশের ক্রীড়াঙ্গনেও সেই শোকের ছোঁয়া লেগেছে। তারকা খেলোয়াড়রা অনেকেই এরই মধ্যে শোক প্রকাশ করেছেন। এবার দেশের ক্রীড়াঙ্গনের শীর্ষ দুই সংগঠন- বিসিবি ও বাফুফেও এই ঘটনায় শোক প্রকাশ করল।

আজ (২১ জুলাই) বিসিবি থেকে প্রকাশিত এক শোক বার্তায় বলা হয় মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান পাশে বিধ্বস্তের ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত। স্বজন হারানোদের পরিবারের প্রতি বিসিবির গভীর সমবেদনা থাকবে। যারা এই দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন তাদের সবার জন্য আমাদের দোয়া থাকবে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। যেসব শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত সকলের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।

নিহত ও আহতদের সমবেদনা জানিয়ে তিনি বলেন এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি। শুধু ক্রীড়া সংস্থাই নয়, উত্তরার এই ঘটনায় মন কাঁদছে খেলোয়াড়দেরও। ইতোমধ্যে এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শোকবার্তা দিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। তারকা পেসার মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক এবং শাদমান ইসলামও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

আজ (২১ জুলাই) রাজধানী ঢাকার উত্তরায় দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ এরিয়ার মধ্যে বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এই ঘটনায় ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বস্তরের মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এই ঘটনায় সহমর্মিতা প্রকাশ করা হচ্ছে, যেখানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এই ঘটনার প্রেক্ষিতে বিসিবি এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে। “ঢাকার মাইলস্টোন কলেজের সামনে বিমান দুর্ঘটনায় হতাহতদের খবরে আমরা গভীরভাবে শোকাহত। আহত ও নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই ভয়াবহ ঘটনার শিকার হওয়ার সবার জন্য আমাদের প্রার্থনা রইল। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও বিবৃতিতে জানিয়েছেন শোকাবহ প্রতিক্রিয়া। “উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমরা অত্যন্ত ব্যথিত ও শোকাহত। যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। নিহত ও আহতদের পরিবার এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি আমরা গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ মডেলের প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার সাথে সাথেই সেখানে আগুন ধরে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত কাজ শুরু করে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের