মারা গেছেন অ্যাথলেটিক্সের খালেক

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের অ্যাথলেটিক্সের বেশ পরিচিত মুখ আব্দুল খালেক। সাবেক ক্রীড়াবিদ, কোচ ও বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করা খালেক আজ সকালে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

ক্রীড়াঙ্গনে পুরোনা ব্যক্তিদের খোঁজ-খবর রাখা অনেকটাই নেশা সিনিয়র ক্রীড়া সংগঠক ইউসুফ আলীর। আব্দুল খালেকের মৃত্যুতে অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেন,‘অ্যাথলেটিক্সই ছিল তার ধ্যান-জ্ঞান। সারা জীবন অ্যাথলেটিক্সের পেছনেই ব্যয় করেছেন। এমন নিবেদিতপ্রাণ ক্রীড়া ব্যক্তিত্ব খুব কমই রয়েছে বাংলাদেশের অ্যাথলেটিক্সে।’

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমোর খুব ঘনিষ্ঠ ছিলেন খালেক। তিনি স্মৃতিচারণ করে বলেন,‘খালেক ভাই নিজে হার্ডলার ছিলেন। জাতীয় পর্যায়ে তার পদক রয়েছে। পরবর্তীতে বিটিএমসির কোচ ছিলেন। এরপর বিকেএসপিতে কর্মজীবন শেষ করেছেন। অত্যন্ত অমায়িক ব্যক্তিত্ব ছিলেন।’

খালেকের পরিবার প্রায় পুরোটাই ক্রীড়াঙ্গনের। খালেকের অন্য দুই ভাই তালেব ও নাইম দুই জনই অ্যাথলেটিক্স করতেন। খালেকের স্ত্রী মালা চৌধুরিও ক্রীড়াঙ্গনে পরিচিত। গত কয়েক বছর যাবৎ শারীরিক অসুস্থায় ভুগছিলেন। খালেকের মতো ব্যক্তিত্ব ক্রীড়া পুরস্কার না পাওয়ায় আফসোস ঝরল মিমোর কন্ঠে,‘অনেক খেলোয়াড় তার হাতে তৈরি হয়েছে বিটিএমসি এবং বিকেএসপিতে। খালেক ভাই অ্যাথলেটিক্সে অবদানের জন্য জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন।’

আব্দুল খালেকের প্রথম জানাজা আজ সকালে সিএমএইচ হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। নিজ জেলা মুন্সিগঞ্জে আরেকটি হবে। কৃতি অ্যাথলেট ব্যক্তিত্বের প্রয়াণে অ্যাথলেটিক্স ফেডারেশন শোক প্রকাশ করেছে।

প্রধান উপদেষ্টার সংবর্ধনায় সিক্ত সাফজয়ীরা

স্পোর্টস ডেস্ক॥

নেপালে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার দেওয়া হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন নারী দলের ২৩ সদস্য।

এসময় নারী দলের পক্ষ থেকে ফুটবলারদের অটোগ্রাফ সংবলিত অধিনায়ক সাবিনা খাতুনের একটি জার্সি উপহার দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে। পরে নারী দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশন সারেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টাকে সাফজয়ীদের উপহার
যাদের হাত ধরে দক্ষিণ এশিয়ায় নারী সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছে বাংলাদেশ। সেই ২৩ নারী ফুটবলারকে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। সাফজয়ী ফুটবলারদের বাইরে সংবর্ধনায় যোগ দেন প্রধান কোচ পিটার বাটলার ও দলের ম্যানেজার মাহমুদা অনন্যা। তবে এই সংবর্ধনায় আসেননি কোনো বাফুফে কর্তারা। এর আগে, গত বুধবার নেপালকে তাদের মাটিতে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। এরপর বৃহস্পতিবার দেশে ফেরে সাফজয়ীরা। ছাদখোলা বাসে তাদের বিমানবন্দর থেকে আনা হয় বাফুফে ভবনে। সেখানে ফুটবলারদের ফুল দিয়ে বরণ করে নেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সঙ্গে পুরস্কার হিসেবে সাফজয়ীদের হাতে এক কোটি টাকা পুরস্কার তুলে দেন তিনি।

সবা:স:সু-০৫/১১/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শাহাজালাল বিমানবন্দরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পুড়েছে বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে