ঐক্যহীনতাই সাংবাদিক নির্যাতন বৃদ্ধি করছে ডিএমসিআরএসের মুখপাত্র আবিদ

চট্টগ্রাম অফিস :

বাংলাদেশের প্রতিটা পেশায় সুদৃঢ় ঐক্য দৃশ্যমান। একজনের বিপদে সবাই এগিয়ে আসে। সেক্ষেত্রে জালের ন্যায় সাংবাদিক বাড়লেও সাংবাদিক নির্যাতনে সবাই মিলে একসাথে কোমড় বেঁধে আমরা নামি না। চিন্তা করি ওনি কি আমাদের সংগঠনের? তারমানে আমাদের মধ্যে ঐক্যের ঘাটতি রয়েছে। সকল কিছুর উর্ধ্বে যেয়ে আমরা সাংবাদিক এই বিশ্বাস বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্টোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মুখপাত্র ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু আবিদ।
১৫ ফেব্রুয়ারি, শনিবার চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ( সিআরএ) কর্তৃক আয়োজিত গণমাধ্যম উন্নয়ন ও সাংবাদিক নির্যাতন প্রতিকার মতবিনিময় সভায় উক্ত সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন এর সভাপতিত্বে মুহাম্মদ আবু আবিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

মুহাম্মদ আবু আবিদ বলেন, পুরো দেশ কমবেশি সাংবাদিক নির্যাতন সবসময়ই হয়ে এসেছে। ২০২৫ সালে দাঁড়িয়ে সাংবাদিক নির্যাতন প্রতিকার নিয়ে মতবিনিময় সভা করাটাই অত্যন্ত নিন্দনীয় কাজ। সাংবাদিক নির্যাতনের প্রধান কারণ সাংবাদিকদের মধ্যে ঐক্যহীনতা। পত্রিকা, টিভি, অনলাইন পোর্টাল, আইপি, মাল্টিমিডিয়া সব ভুলে যেয়ে আমাদের মনে রাখতে হবে শেষ বিকেলে আমরা সবাই সাংবাদিক। আজ কারও বিপদে যদি আমরা নিশ্চুপ থাকি, তাহলে কাল এটি আপনার সাথে ঘটবে। তখনও বাকিরা চুপ থাকবে।
তিনি আরও বলেন, আমি এটাও স্বীকার করে নিচ্ছি সাংবাদিক পরিচয়ে কিছু মানুষ চাঁদাবাজিতে লিপ্ত। আমি পরিষ্কার করে দিতে চাই, দূর্ণীতিবাজ কিংবা চাঁদাবাজদের পরিচয় কেবলই চাঁদাবাজ, তারা কোন সাংবাদিক নয়। আর আপনি যদি সৎ হয়ে থাকেন, তাহলে তো চাঁদাবাজরা আপনার কোন ক্ষতি করতে পারবে না। তাহলে তাদের ভয় পাওয়ারও কিছু নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক কালের প্রতিচ্ছবি সম্পাদক হাসান আল মামুন, সিআরএ এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, রাজু আহমেদ, মোঃ রুবেল, সোহেল আহমেদ, শহিদুল ইসলামসহ বিশিষ্ট সাংবাদিকবৃন্দ ও ব্যক্তিবর্গ।

মুহাম্মদ আবু আবিদ বাংলাদেশের জনপ্রিয় একজন সমাজকর্মী ও বিশিষ্ট সাংবাদিক। তিনি ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মুখপাত্র ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের স্বনামধন্য সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান। এছাড়াও তিনি দৈনিক অন্যদিগন্ত, দৈনিক সবুজ বাংলাদেশ, চ্যানেল ২৪, দেশ বাংলা ৭১ নিউজ, দৈনিক বজ্রধ্বনিসহ নানা গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত মিডিয়াভুক্ত পত্রিকা দৈনিক আলোকিত প্রতিদিন এর ব্যবস্থপনা সম্পাদক ও অনলাইন চীফ হিসেবে দায়িত্ব পালন করছেন।

গরুর ফ্যাশন শো দেখতে হাজারো মানুষের ভীড়!

 

রায়হান হোসাইন, চট্টগ্রামঃ-

ফ্যাশন শো বলতে মূলত আমরা বুঝি আধুনিক পোষাকের প্রদর্শনী এমন এক অনুষ্ঠান। তবে এই ফ্যাশন শো”র আয়োজনটা ছিল একেবারেই ভিন্ন, ফ্যাশন শো’টি হলো গরুর ফ্যাশন শো। মোটা তাজা সব সুন্দর সুন্দর গরু দিয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। বাহারি রঙয়ের আকর্ষনীয় গরুর ছিল হরেক নাম এই যেমন কারোটির নাম বিগশো, কারোটির বস এভাবেই আরো কত কি? আর এমন আয়োজন দেখতে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল চট্টগ্রামে। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিকেল তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ। ৩২টি ক্যাটেল ফার্মের শতাধিক গরু অংশগ্রহণ করেছিল অনুষ্ঠানে। চারিদিকে বেড়া দিয়ে গরু প্রদর্শনীর জন্য স্টেজ বানানো হয়, ঠিক যেমন হয় মানুষের ফ্যাশন শোতে। অনুষ্ঠানে প্রতিটি গরুই ছিল দেখার মত, গরুগুলোকে কেউ সাজিয়েছিল রাজাবিরাজদের পোশাকে, কেউবা আবার পুতির মালা ঝুলিয়েছিল গরুর গলায়, কারো গরুর মাথায় ছিল প্লাস্টিকের সোনালী টিকলি কেউবা আবার গরুর মাথায় লাগিয়েছিল কাশফুল। এভাবেই একে একে খামারিরা দড়ি হাকিয়ে বাশি বাজিয়ে যে যার গরুকে সবার মাঝে প্রদর্শন করে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে