ফেসবুকে যে ধরনের পোস্ট করলেই বিপদ

স্টাফ রিপোর্টার: নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি বন্ধু, পরিবার বা পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন অনেকেই। তবে এই সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট, কমেন্ট বা ভিডিও শেয়ার করার ফলে বিপদসহ আইনি ঝামেলায় পড়ার ঝুঁকি থাকে।

যে ধরনের পোস্ট করলে বিপদে পড়তে পারেন

আপত্তিকর বা উসকানিমূলক পোস্ট
জাতীয় বা সাম্প্রদায়িক অনুভূতির প্রতি অবমাননাকর পোস্ট শাস্তিযোগ্য অপরাধ। যেমন- ধর্মীয় উপাসনা বা কটূক্তি, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে ভুয়া তথ্য প্রচার শাস্তিযোগ্য অপরাধ। কাজেই এই ধরনের পোস্ট শেয়ার করা ও কোনো ধরনের কমেন্ট করার ক্ষেত্রেও সাবধান থাকতে হবে।

মানহানিকর পোস্ট
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করা সাইবার অপরাধ। যেমন- কারো বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ পোস্ট করা, কোনো সেলিব্রিটি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার, ব্যক্তিগত ছবি বা তথ্য অনুমতি ছাড়া শেয়ার করা। যা ডিজিটাল নিরাপত্তা আইনে জেল ও জরিমানা হতে পারে।

প্রতারণা ও সাইবার অপরাধ
ভুয়া লটারি, অফার, বা চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, অন্যের ব্যক্তিগত তথ্য বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার। ডিজিটাল নিরাপত্তা আইনে জেল জরিমানার বিধান রয়েছে। ফেসবুকে যে কোনো কিছু পোস্ট করার আগে অবশ্যই আইনের বিষয়ে সচেতন থাকা জরুরি। অনলাইনে স্বাধীনতা থাকলেও তা যেন অন্যের ক্ষতির কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো
সামাজিক ও রাষ্ট্রীয় অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। যেমন- ভুয়া সংবাদ বা ভিডিও পোস্ট করা, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকটের সময় ভুয়া তথ্য প্রচার, নির্বাচন সংক্রান্ত গুজব ছড়ানো। তাই যে কোনো নিউজ শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নেবেন। শুধুমাত্র নির্ভরযোগ্য সংবাদমাধ্যমগুলোকে বিশ্বাস করুন।

জবি ফটোগ্রাফি সোসাইটি’র ফ্যাক্ট চেকিং ও আরটিআই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

উম্মে রাহনুমা,জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে দিনব্যাপী ফ্যাক্ট চেকিং এবং তথ্য অধিকার শীর্ষক কর্মশালা অনুষ্ঠানিক হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে ফটোগ্রাফি সোসাইটির নিজস্ব অফিসে এই কর্মশালার আয়োজন করা হয়। দিনব্যাপী হওয়া এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ থেকে বাচাইকৃত ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। কর্মশালাটি দুটি সেশনে বিভক্ত ছিল। প্রথম ফ্যাক্ট চেকিং বিষয়ক সেশনটি পরিচালনা করেন জবি ফটোগ্রাফি সোসাইটি সভাপতি মিনহাজুল ইসলাম। এছাড়াও তথ্য অধিকার বিষয়ক দ্বিতীয় সেশনটি যৌথভাবে পরিচালনা করেন ফটোগ্রাফি সোসাইটি সভাপতি মিনহাজুল ইসলাম এবং সোসাইটির সহ-সভাপতি ছাবেকুন মোস্তফা।

কর্মশালা আয়োজক জবি ফটোগ্রাফি সোসাইটি সভাপতি মিনহাজুল ইসলাম কর্মশালা সম্পর্কে বলেন, আমি দায়িত্ব গ্রহনের পর থেকে ফটোগ্রাফি সহ নিত্য নতুন বিষয়ে জবি শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার জন্য কাজ করে আসছি তারই ধারাবাহিকতায় আমরা ফ্যাক্ট চেকিং ও তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছি। আমি আশা করি ভবিষ্যতেও আমার এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ হতে সহায়তা করতে পারবো

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের