বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উঃ ইফতার মাহফিল

মোঃ শাহ আলম :
গতকাল ঢাকার মিরপুর ১৪ প্রিন্স বাজারের হল রুমে উলামা ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের অনুষ্ঠান আয়োজিত হয়। হাফেজ সিয়াম আহমেদের কোরআন তেলাওয়াতের মদ্ধদিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়।

পরে আরিফুল তার মধুর কন্ঠে একটি ইসলামীক সংগীত পরিবেশনা করেন।
মুফতি আব্দুলাহ আল মনির তার বক্তব্যে বলেনঃ ২০২৫ রমজানের আজ প্রথম ইফতার মাহফিলে এতিমদের সাথে ইফতার করার সুযোগ করে দেয়ার জন্য জামায়াতে ইসলামী সকলকে ধন্যবাদ জানান।

সভাপতি ঃ মোহাম্মদ সেলিম উদ্দিন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমীর,ঢাকা মহানগরী উওর।
বক্তব্যে তিনি বলেন ঃ রমজান মাসে আল কোরআন নাজিল হয়েছে তাই আমরা সকলে বেশি বেশি আল কোরআন তেলোয়াত করার দাওয়াত দিয়ে তার বক্তব্য শেষ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আমিরে জামায়াত ডা. শফিকুল রহমান।
বক্তব্যে তিনি বলেন ঃ বাংলাদেশে দফায় দফায় আলেম ওলামারা সব চেয়ে বেশি জেল খেটেছেন, আমি নিজেও অনেক দিন জেল খেটেছিলাম আমাকে আয়না ঘরে রাখেমি কিন্তু আমাকে আয়না দেখানো হয়েছে। জে গাড়িতে আমাকে নেয়া হয়েছিল আমি না আমার মত কোন দুর্ধষ সন্ত্রাসকে নিয়ে যাচ্ছেন আমার সামনে পেছনে সোয়াত টিম পুলিশ রেব বিডি আর, সেনা বাহিনি, বক্তিতায় তিনি একজন উস্তাদের য়িতের কাপড়ের সহযোগিতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পরেন।তিনি আরো বলেনঃ মানুষ মানুষকে ভালো বাসবেন এটাই আমাদের কাম্য। তবে আলহামদুলিল্লাহ সাড়ে পনের বছর পর আমরা সকলে এখন ভালো আছি।
এবং সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সকলে সত্য খবর প্রকাশ করতে অনুরোধ করেন এবং সকল সাংবাদিকদের জন্য দোয়া করে তিনি তার বক্তব্য শেষ করেন।

আদম (আ.)-কে ফেরেশতা-জিন জাতির সেজদার অর্থ ও কারণ কী ছিল?

দৈনিক সবুজ বাংলাদেশ ডেস্ক:

ফেরেশতা ও জিন জাতির ওপর মানব জাতির পিতা হজরত আদম আলাইহিস সালামের ইলমি ও জ্ঞানগত শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হওয়ার পর মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমলি দিক দিয়েও তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য ফেরেশতা ও জিন জাতির মাধ্যমে বিশেষ ধরনের সম্মাণ দেখিয়েছেন। এতে প্রমাণিত হয় যে আদম আলাইহিস সালাম উভয় দিক থেকেই কামিলে মুকাম্মিল বা জ্ঞান-গুণ-আমলে পরিপূর্ণ ছিলেন।

হজরত আদম আলাইহিস সালামকে আমলি সম্মানে সাব্যস্ত করতে রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ অর্থ: ‘এবং যখন আমি হজরত আদম (আ.)-কে সেজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখনই ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। সে (নির্দেশ) পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল। ফলে সে কাফেরদের অšতর্ভূক্ত হয়ে গেল’। (সূরা: বাকারা, আয়াত: ৩৪) উক্ত আয়াতে জ্ঞান দ্বারা সম্মানিত হওয়ার পর তিনি আমলিভাবে দ্বিতীয় সম্মান লাভ করলেন। এখানে সেজদা অর্থ হচ্ছে নম্রতা ও বিনয় প্রকাশ করা। সেজদার চূড়ান্ত পর্যায় হলো মাটিতে কপাল ঠেকিয়ে দেওয়া। (কুরতবি) ইসলামি শরিয়তে আল্লাহ ব্যতিত অন্য কাউকে সেজদা করা বৈধ নয়। তবে আল্লাহর নির্দেশে ফেরেশতারা হজরত আদমকে যে সেজদা করেছিলেন, সে সেজদা ছিল তার সম্মান ও ফজিলত প্রকাশ করা, ইবাদাতের ভিত্তিতে নয়। কিন্তু এখন এ সম্মান প্রদর্শনের জন্য কাউকে সেজদা করা যাবে না।

হজরত আদমকে সেজদা করতে ইবলিস অস্বীকার করে এবং আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়। ইবলিস কোরআনের বর্ণনানুযায়ী জিন (জাতিভুক্ত বড় আবেদ) ছিলেন। আল্লাহ তার সম্মানার্থে ফেরেশতাদের মধ্যে শামিল করে রেখেছিলেন। এ জন্য আল্লাহর ব্যাপক নির্দেশে তার পক্ষেও সিজদা করা অত্যাবশ্যক ছিল। কিন্তু সে হিংসা ও অহংকারবশত সিজদা করতে অস্বীকার করলো। বলাবাহুল্য যে, মানবতার ইতিহাসে হিংসা ও অহংকার সর্বপ্রথম ইবলিসের মাধ্যমে সম্পাদিত হয়েছে। যার ফলে আল্লাহর ইলম ও তকদির নির্ধারণে সে অবিশ্বাসীদের অনÍর্ভূক্ত হয়েছে।
ফেরেশতা ও জিন জাতিকে হজরত আদম (আ.)-কে সেজদা দেওয়ার এ নির্দেশনা ছিল আনুগত্য, সম্মান, মর্যাদা, ইবাদাত-বন্দেগি নিয়ম-কানুন প্রদর্শনে আল্লাহর কুদরত।

ইয়া আল্লাহ! উম্মাতে মুহাম্মাদিকে পবিত্র কোরআনুল কারিমের জ্ঞান অর্জন করে দুনিয়ার জীবনে আমল করে আখিরাতে সফলতা অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

সবা:স:জু-৫০/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান