অবসরের ঘোষণা দিলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন স্টিভেন স্মিথ। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হেরে অস্ট্রেলিয়ার বিদায়ের পর এই সিদ্ধান্ত নেন তিনি। ফলে ১৭০ ম্যাচে থেমে গেল তার এক দিনের ক্যারিয়ার।

তবে ওয়ানডে থেকে সরে গেলেও টেস্ট ও টি-টোয়েন্টি খেলে যাবেন স্মিথ। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। যেখানে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট খেলা হবে।

গতকাল দুবাইয়ে ভারতের বিপক্ষে হারের পর সতীর্থদের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন স্মিথ। ৩৫ বছর বয়সী এই তারকা বলেন, ‘সরে যাওয়ার এটাই সঠিক সময়। এটা ছিল দারুণ এক যাত্রা এবং আমি এর প্রতিটি মিনিট উপভোগ করেছি।’

স্মিথ অস্ট্রেলিয়া দলকে ৬৪টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। যেখানে জয়ের শতাংশ ৫০। তার অধিনায়কত্বের প্রথম বছরই ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজ জেতে অস্ট্রেলিয়া।

সম্প্রতি স্মিথ নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জেতান দলকে।

বিদায়ের সময় স্মিথের ওয়ানডে রান ৫৮০০। ব্যাটিং গড় ৪৩.২৮ ও স্ট্রাইক রেট ৮৬.৯৬। তিনি ১২টি সেঞ্চুরি ও ৩৫টি ফিফটি করেছেন। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬৪ রানের ইনিংসটি তার সেরা।

স্মিথ অস্ট্রেলিয়ার ২০১৫ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

আমস্টারডাম যেন এখন এক গভীর সংকটে, ছাঁটাই করল সাত খেলোয়াড়কে

আমস্টারডাম যেন এখন এক গভীর সংকটে, ছাঁটাই করল সাত খেলোয়াড়কে

স্পোর্টস ডেস্কঃ নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী ক্লাব আয়াক্স আমস্টারডাম যেন এখন এক গভীর সংকটে! ফুটবল-অর্থনীতি দুই ক্ষেত্রেই ধরা খেয়েছে ক্লাবটি। আর সেই সংকট কাটাতে ক্লাব যে পুনর্গঠনের পথে হাঁটছে, তা বোঝাতে সাত খেলোয়াড়কে ছাঁটাই করা হয়েছে—তাও হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে!

২০২৪-২৫ মৌসুমে পিএসভির পেছনে থেকে লিগ শেষ করে আয়াক্স। শেষ পাঁচ ম্যাচে মাত্র এক জয় (২-০ বনাম টোয়েন্টে), দুটি ড্র এবং দুটি বড় হার (০-৪ বনাম উত্রেখট ও ০-৩ বনাম এনইসি) হতাশার চিত্রই তুলে ধরে। ফলাফল—ফ্রান্সেস্কো ফারিওলির পদত্যাগ এবং ক্লাবের ঐতিহাসিক পুনর্গঠনের ঘোষণা।

নতুন কোচ হিসেবে ক্লাব ফিরিয়ে এনেছে লিজেন্ডারি জন হেইটিংগাকে। কিন্তু সেই ‘নতুন অধ্যায়’ শুরু হয়েছে অনন্য এক সিদ্ধান্ত দিয়ে। ক্লাবের সাতজন খেলোয়াড়—চুবা আকপম, কার্লোস ফর্বস, বোর্না সোসা, ক্রিশ্চিয়ান রাসমুসেন, ক্রিস্টিয়ান হ্লিনসন, জে গোরটার এবং ব্রানকো ভ্যান ডেন বুমেন—একটি হোয়াটসঅ্যাপ বার্তা পেয়ে জানতে পারেন, আগামী মৌসুমে তাদের ক্লাবে প্রয়োজন নেই। শুধু তাই নয়, ক্লাবের ট্রেনিং ফ্যাসিলিটি এমনকি পার্কিং লটেও তাদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে!

খেলোয়াড়দের মধ্যে কেউ কেউ মাত্র এক বছর আগেই ক্লাবে যোগ দিয়েছিলেন। ফর্বসকে ম্যানচেস্টার সিটি থেকে আনতে আয়াক্স ব্যয় করেছিল প্রায় ১৭ কোটি টাকা, আকপমের জন্য মিডলসব্রোকে দেওয়া হয় ১৫ কোটি টাকা, আর বোর্না সোসার জন্য স্টুটগার্টকে ১০ কোটি টাকার বেশি।

অর্থনৈতিক চাপে থাকা আয়াক্স এই খেলোয়াড়দের বিক্রি করে বাজেট ঘাটতি সামলাতে চায়। বিশাল বিনিয়োগের পর প্রত্যাশিত ফল না পাওয়ায় ক্লাবের কড়া সিদ্ধান্তের বলি হয়েছেন তারকা খেলোয়াড়রাও।

ফুটবলে পেশাদারিত্বের মান নিয়ে প্রশ্ন থাকলেও, আয়াক্সের এমন ব্যবস্থাপনা ফুটবল বিশ্বে হতবাক প্রতিক্রিয়া ডেকেছে। ক্লাব পুনর্গঠন যেমন জরুরি, তেমনি খেলোয়াড়দের প্রতি সম্মান দেখানোও আধুনিক ফুটবলের অংশ। এখন দেখার বিষয়, আয়াক্স এই রদবদলের মাধ্যমে মাঠের ফলাফলে কতটা পরিবর্তন আনতে পারে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি