যুব অধিকার পরিষদের অফিসে আতর্কিত হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Tকাজী তানজীদুল রিফাত:

দারুস সালাম থানা যুবঅধিকার পরিষদের গৈদারটেকস্থিত অফিসে নব্য বিএনপি, সাবেক আওয়ামী ক্যাডারদের
অতর্কিত হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদে সংবাদ সম্মেলনে তাদের দলের নেতাকর্মীরা বলেন, গণঅভুত্থানের পর স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রকামী
দলের অফিস ভাংচুর জাতিকে মর্মহাত করে। বিএনপিতে আওয়ামী ক্যাডারদের পুনঃবাসন করে এভাবে বন্ধুপ্রতিম
সংগঠনের অফিস ভাংচুর, নেতাকর্মাদের উপর হামলাকে আমরা কোন দৃষ্টি কোন থেকে দেখবো।
বিগত সময় যুগপদ আন্দোলন থেকে শুরু সরকার পতনের প্রত্যেকটি আন্দোলনে গণঅধিকার পরিষদের সবচেয়ে
ঘনিষ্ঠ বন্ধু সংগঠন ছিল বিএনপি। কাধেঁ কাধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, এদেশ হতে স্বৈরাচার পতন
করেছি। কিন্তু আজ সেই স্বেরাচারী খুনি হাসিনার ক্যাডার বাহিনী দারুস সালাম থানা যুবঅধিকার পরিষদের
কার্যালয় হামলা চালায় ভাংচুর করে। এদের ভিতর সানি নামের একজনকে গতকাল যৌথ বাহিনী দেশীয় অস্ত্র সহ
আটক করেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, বিএনপির তৃণমূলে আওয়ামী লীগ ঢুকে
বিভিন্ন অপকর্ম করছে যার দায় এসে বিএনপির উপর পড়ছে। অনেক জায়গায় ক্ষমতাকে আকড়ে ধরতে অনেক
বিএনপি তৃণমূল নেতা আওয়ামী লীগকে পেলে পুষে রাখছে। এভাবে ক্ষমতাকে আকড়ে ধরার বিষয়টি আমরা কোন
দৃষ্টিতে দেখবো? আশা করবো অতি দ্রুত বিএনপি হতে আওয়ামী দোসরদের সড়িয়ে নিতে পদক্ষেপ গ্রহন করবেন
বিএনপি।
দীর্ঘ ১৭ বছরের নির্যাতন নিপীড়ন ভুলে গিয়ে যারা ক্ষমতার লোভে আওয়ামী দোসরসের লালন পালন করছে তারা
বিএনপির সাথে বেইমানী করছে।
তারা গণঅভুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করছে।
আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি আগামী ২৪ ঘন্টার ভিতর এই হামলায় জড়িত সকলকে অনতি
বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। অন্যথায় দারুস সালাম থানা গণঅধিকার পরিষদ কঠর আন্দোলনের ঘোষণা দিবে।

কারও ফেসবুক হ্যাক হয়নি, আতঙ্কিত হবেন না

স্টাফ রিপোর্টার: 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছেন না। হঠাৎ ফেসবুকে ঢুকতে না পেরে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের এসপি মো. নাজমুল ইসলাম।

ফেসবুকের বাংলাদেশ ও সিঙ্গাপুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তিনি এ কথা জানান। মঙ্গলবার রাতে এ বিষয়ে একটি ভিডিও বার্তা দেন এসপি নাজমুল।

ভিডিও বার্তায় তিনি বলেন, ফেসবুকের কার্যক্রম বর্তমানে কিছুটা বিঘ্নিত হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়টি নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষ এবং সিঙ্গাপুরের ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে— সমস্যার সমাধানে তারা কাজ করে যাচ্ছে। দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।

তিনি আরও বলেন, এটা সম্পূর্ণ ফেসবুকের কারিগরি সমস্যা, কেউ আতঙ্কিত হবেন না। এতে ফেসবুক অ্যাকাউন্টধারী বা ফেসবুক অ্যাপের কোনো ত্রুটি নেই। পাসওয়ার্ড বা আর্থিক কোনো বিষয়েও সংশ্লিষ্টতা নেই। আপনার ফেসবুক হ্যাক হয়নি, তাই কেউ আতঙ্কিত হবেন না। শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। বিভিন্ন গণমাধ্যম থেকে কর্মীরা ঢাকা পোস্টকে জানিয়েছেন, তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। ঢাকা পোস্টের কর্মীরাও ফেসবুক লগইন করতে পারছেন না বলে জানান।

এদিকে রাত ১০টার দিকে ওয়েবসাইট পর্যবেক্ষক ডাউনডিটেক্টরে দেখা যায়, রাত ৯টা ৩২ পর্যন্ত ৫ লাখ ৪১ হাজার ৫৭৩ জন ব্যবহারকারী তাদের সমস্যার কথা জানিয়েছেন। তারা এও জানতে চাচ্ছেন— কী হয়েছে সামজিক মাধ্যমটির? কেনই বা লগইন করা যাচ্ছে না? কখন ঠিক হবে?

সবা:স:জু-২০৭/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি