হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

স্টাফ রিপোর্টার:
মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি এবং ভিডিও শেয়ার করতে পোল পরিচালনা করা যায়। এছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। এসব পরিবর্তনে অ্যাপটি আরও বেশি জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।
এবার নিয়ে আসছে ‘মেসেজ থ্রেডস’ নামে একটি নতুন ফিচার, যা চ্যাটিং আরও সহজ করবে। নতুন আপডেটের ফলে নির্দিষ্ট বার্তার প্রতিক্রিয়া (রিপ্লাই) সহজে ট্র্যাক করা যাবে, যা দীর্ঘ কথোপকথন বা গ্রুপ চ্যাট ব্যবস্থাপনায় বেশ কার্যকর হবে।
মেসেজ থ্রেডস ফিচার কী?
এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট মেসেজের রিপ্লাইগুলো একটি আলাদা থ্রেডে সংরক্ষিত থাকবে। ফলে ব্যবহারকারীরা সহজেই আগের উত্তরগুলো খুঁজে পাবে এবং বারবার স্ক্রল করার প্রয়োজন পড়বে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ২.২৫.৭.৭ সংস্করণে এই ফিচার যুক্ত হয়েছে। এটি মূলত একটি সংগঠিত কথোপকথনের ব্যবস্থা তৈরি করবে, যেখানে প্রতিটি মেসেজের প্রতিক্রিয়া (রিপ্লাই) আলাদাভাবে দেখা যাবে।
এই ফিচার কীভাবে কাজে আসবে?
বর্তমানে কোনো মেসেজের রিপ্লাই দেখতে চাইলে একে একে ক্লিক করতে হয় বা প্রথম উদ্ধৃত মেসেজটি খুঁজে বের করতে হয়। নতুন আপডেটের ফলে সব রিপ্লাই একই থ্রেডে সাজানো থাকবে, ফলে সহজেই পুরোনো মেসেজ এবং তার প্রতিক্রিয়া দেখা যাবে।
মেসেজ থ্রেডসের সুবিধাগুলো- 
দীর্ঘ কথোপকথন ট্র্যাক করা সহজ হবে।
পুরোনো রিপ্লাই খুঁজতে স্ক্রল করার ঝামেলা কমবে।
গ্রুপ চ্যাট ও অফিসিয়াল কমিউনিকেশন আরও কার্যকর হবে।
চ্যাটের গোপনীয়তা ও সংগঠিত বিন্যাস বজায় থাকবে।
কবে থেকে পাওয়া যাবে এই ফিচার?
বর্তমানে মেসেজ থ্রেডস ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে (বেটা ভার্সনে) চালু হয়েছে এবং নির্দিষ্ট কিছু ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারছেন। তবে খুব শিগগিরই এটি সর্বজনীনভাবে উন্মুক্ত করা হবে, যাতে সব ব্যবহারকারী এই নতুন সুবিধা উপভোগ করতে পারেন।

বাজারে এলো লিনেক্স মোবাইলের নতুন ফোর-জি স্মার্ট ফিচারফোন

স্টাফ রিপোর্টার: 

বাজারে এসেছে লিনেক্স মোবাইলের নতুন ফোর-জি স্মার্ট ফিচার ফোন LX 4G (Touch & Type) । হ্যান্ডসেটটি মিডিয়াটেক কোয়াড কোর প্রসেসর এবং এনড্রয়েড ওএস দিয়ে তৈরি, যা নিশ্চিত করছে সর্বোচ্চ গুণগত মান এবং Smooth User Friendly UI। গ্রাহক আরও পাচ্ছেন ১৮০ দিনের টাচ প্যানেল, ব্যাটারি ও চার্জার রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ৩৬৫ দিন এলসিডি পরিবর্তন গ্যারান্টি এবং বিক্রয়ত্তোর সেবা।

সুন্দর আউটলুকের ৩.৫” ইঞ্চি টাচ ডিসপ্লের এই 4G হ্যান্ডসেটটি ডুয়েল সিমকার্ড সম্বলিত। অত্যাধুনিক এই 4G হ্যান্ডসেটটিতে থাকছে দারুণ সব ফিচার, 2GB RAM+16GB ROM, 128 GB SD Card Supported (SIM 2 Slot Used), 5MP Back+ 5MP Front Camera, 3300 mAh(Li-Po) Battery, Face lock, Wi-Fi, Hotspot, Facebook, WhatsApp (Video Calling Supported), YouTube, TikTok, Google Maps, Play Store সহ আরও অনেক আকর্ষণীয় ফিচার।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ফোনটির উদ্বোধন করা হয়। লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. নাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফোনটির উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন লিনেক্স মোবাইলের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. সাজ্জাদ হোসাইনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।

নতুন ফোর-জি স্মার্টফোন প্রসঙ্গে লিনেক্স মোবাইলের চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী মো. নাহিদুল ইসলাম জানান, গুণগত মান সম্পন্ন ও আকর্ষণীয় ডিজাইনের হ্যান্ডসেট গুলো বাংলাদেশে আমাদের নিজস্ব কারখানায় চার্জার ব্যাটারি সহ মোবাইল ফোনের পিসিবএ উৎপন্ন করা হচ্ছে।গুণগত মান সম্পন্ন ফোর-জি ফিচার সম্পন্ন এই প্রোডাক্ট সাশ্রয়ী মূল্যে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় LX 4G হ্যান্ডসেটটির ডিজাইন করা হয়েছে। ফোর-জি এই হ্যান্ডসেটটি আধুনিকতার ছোঁয়া এবং ১০০% কোয়ালিটি নিশ্চিত করা হয়েছে যা ক্রেতা সাধারণকে দিবে দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা।

সবা:স:জু- ৪০৮/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান