
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার সকালে ড. ইউনূসের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়। এতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমেরিকান জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই বিশেষ মুহূর্তে, বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা বৃদ্ধি করার জন্য একটি নতুন দিশা তৈরির সুযোগ এসেছে।”
তিনি আরও বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ বছর, এবং আমেরিকা বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের পথ অব্যাহত রাখতে আগ্রহী। আমি বিশ্বাস করি, আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে যাবে। পাশাপাশি, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধিতে একসাথে কাজ করার সুযোগ তৈরি হবে।”
এছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্প ড. ইউনূস এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।
এদিকে, ড. ইউনূস বর্তমানে চীন সফরে রয়েছেন, এবং তাঁর এই সফর প্রতিবেশী ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর কী প্রভাব ফেলবে, তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।