আগামী ২ মে অনুষ্ঠিত হবে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৫

আকাশ মনি :.

প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২ মে ২০২৫, শুক্রবার, সকাল ৯.৩০ থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তন, সেগুনবাগিচায় প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন অনুষ্ঠিত হবে। লেখকদের এ মিলনমেলায় সেমিনার, সাহিত্য পুরস্কার ও ছড়া-কবিতা পাঠের আয়োজন করা হয়েছে।
প্রতিভা প্রকাশ থেকে এ যাবত নয় শতাধিক সৃজনশীল বই প্রকাশ হয়েছে। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকগণ এই লেখক সম্মিলনে অংশগ্রহণ করবেন। সম্মিলনে ৫ জন কৃতিমান লেখককে এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ও ৬ জন কৃতিমান লেখককে কানামাছি শিশু সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।

সারাদেশ থেকে যেসব লেখকগণ অংশ নিচ্ছেন তারা হলেন- তাহমিনা শিল্পী, ঢাকা, এস আফরোজ, ঢাকা, আলমগীর খোরশেদ, ঢাকা, শারাবান তহুরা, জয়পুরহাট, আহমাদ স্বাধীন, ঢাকা, মাহবুবা চৌধুরী, চট্টগ্রাম, ড. ইয়াহ্ইয়া মান্নান, ঢাকা, পলি রহমান, ঢাকা, পুলিন রায়, সিলেট, শাহনাজ পারভীন মুক্তি, ঢাকা, নাজমুছ সাদাৎ নোমান, মধুপুর, টাঙ্গাইল, নেপাল সূত্রধর চয়ন, মধুপুর, টাঙ্গাইল, ফিরোজ আহমেদ বাবুল, মধুপুর, টাংগাইল, আকাশ আহমেদ, চট্টগ্রাম, সবুজ ইসলাম, চট্টগ্রাম, তাহ্ মিনা নিশা, ঢাকা, সাগর আহমেদ, ঢাকা, হাসিনা সাঈদ মুক্তা, ঢাকা, সি এম শাহীন, ঢাকা, গোলাপ আমিন, কিশোরগঞ্জ, মশিউর রহমান দুর্জয়, নরসিংদী, মৌসুমী সুমি, ঢাকা, আজিম সৈয়দ, ঢাকা, জহুরুল হক সুমন, ফরিদপুর, বাবলু মওলা, রাজবাড়ী, সিরাজিয়া পারভেজ, ঢাকা, সেলিনা আখতার, ঢাকা, রাশিদুল হাসান বাচ্চু, ঢাকা, নিয়ামুল বারী, রাজশাহী, নুরুন্নাহার ডলি, ঢাকা, মাহফুল আখতার, বগুড়া, আকাশমণি, ঢাকা, মো. নিয়াজ উদ্দীন, সিলেট, মানিক চক্রবর্তী, ঢাকা, জাহাঙ্গীর আলম লিখন, ঢাকা, নূর মোহাম্মদ, চাঁদপুর, ফেরদৌস আরা শাহীন, ফেনী, সুমন সুবহান, ঢাকা, তাসরিবা খান, ঢাকা, খায়রুননেসা রিমি, ঢাকা, জান্নাত তায়েবা, ঢাকা, সাদিয়া মিম, ফরিদপুর, সাইদ খোকন নাজিরী, ঢাকা, সাইফুল ইসলাম চৌধুরী, ঢাকা, শামীম হাসনাইন, ঢাকা, সৈয়দ শাকিল আহাদ, ঢাকা, শাম্মী তুলতুল, চট্টগ্রাম, আর্শিনা ফেরদৌস, ঢাকা, সৈয়দ কামরুল হাসান, সুনামগঞ্জ, রতন আলী, কুমিল্লা, সরকার জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ, রিনা রহমান, চট্টগ্রাম, শেখ আমিরুল ইসলাম, ফরিদপুর, ফজলুল হক মিলন, নরসিংদী, শরীফ প্রধান, কুমিল্লা, মাহবুবা ফারুক, ঢাকা, দীন মুহাম্মদ, ঢাকা, রুবিনা রুবি, রাজশাহী, রুবেল হাবিব, ঢাকা, ওয়ালি জসিম, ঢাকা, শামসুদ্দিন হীরা, ঢাকা, নাসরীন রেখা, গাইবান্ধা, শ. ম. ওয়াহিদুজ্জামান, বরিশাল, নজরুল ইসলাম মন্ডল, ঢাকা, রুহুল আমিন, গাইবান্ধা, হালিম নজরুল, ঢাকা, নাদিরা খানম, ঢাকা, এইচ এম জাবেদ হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া, আবু জাফর ছালেহী, ঢাকা, সাদিক মোশাররফ, ঢাকা, দয়াল ফারুক, নরসিংদী, সেলিম আউয়াল, সিলেট, তাহমিনা মল্লিক, টাঙ্গাইল, মোয়াজ আফসার, সিলেট, আলেয়া রহমান, সিলেট, ওমর ফারুক, সিলেট, অসীম চন্দ্র পাল, সুনামগঞ্জ, এম কামরুজ্জামান, ঢাকা, জাবেদ আহমদ, সিলেট, সুপদ বিশ্বাস, সাতক্ষীরা, জাকির হোসেন কামাল, ঢাকা, বেলাল আহমদ চৌধুরী, সিলেট, কলি চক্রবর্তী, নরসিংদী, ইশরাক জাহান জেলী, সিলেট, নাঈমা চৌধুরী, সিলেট প্রমুখ।

জাতির ভবিষ্যৎ শিশু কিশোরদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- ডা. আবদুল্লাহ খান

সাদমান সাকিব :

জাতীয় শিশু-কিশোর সংগঠন- অংকুরের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শাহ শিহাব উদ্দিনকে পরিচালক ও মুহাম্মদ নিজাম উদ্দিনকে নির্বাহী পরিচালক করে ২০২৫-২৬ সেশনের জন্য ২৫ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে অংকুরের প্রধান উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডা: আবদুল্লাহ খান বলেন, জাতির ভবিষ্যৎ শিশু কিশোরদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্যে শিশুদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে। তাই অংকুরের মত সংগঠনকে ইতিবাচত কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

আজ ১৬ মে সকাল সাড়ে ৯টায় পল্টনস্থ সীগাল রেস্টুরেন্টে বিদায়ী পরিচালক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুরের প্রধান উপদেষ্টা ডা: আবদুল্লাহ খান। উপদেষ্টা পরিষদের পক্ষে নতুন কমিটি ঘোষণা করে অংকুরের উপদেষ্টা মুহাম্মদ মুনতাসির আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অংকরের উপদেষ্টা এডভোকেট শেখ রেজাউল করিম, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, অধ্যাপক ড. আনিসুর রহমান শিপলু, কবি মঈন মুরসালিন, নূর মুহাম্মদ, শেখ নজরুল, এম কামরুজ্জামান, মোহাম্মদ শরীফ মিয়া, এবিএম শহীদুল ইসলাম, এডভোকেট এনায়েত রাব্বী একরাম, আহমদ আইমান আন্দালিব, মুশফিকুর রহমান প্রমুখ।

২০২৫-২৬ সেশনের জন্য গঠিত জাতীয় শিশু-কিশোর সংগঠন- অংকুর এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ: প্রধান উপদেষ্টা- ডা: আবদুল্লাহ খান, সম্মানিত উপদেষ্টা- এডভোকেট শেখ রেজাউল করিম, জনাব নূরুল আলম, জনাব মুহাম্মদ মুনতাসির আলী, জনাব মহসিন আলম, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, কবি শামসুল করিম খোকন, শিল্পী আরিফুর রহমান, জনাব ফরিদ উদ্দিন আহমদ, ড. আনিসুর রহমান শিপলু, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, জনাব আমিনুর রহমান ফিরোজ, এডভোকেট আকবর হোসেন, ইঞ্জিনিয়ার কাজী মাহবুবুর রহমান, জনাব টিএম নাজমুল হক, ড. মাহবুব মোর্শেদ, জনাব সেকান্দার হায়াত, জনাব শহীদুল ইসলাম সোহাগ, ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল রানা, অধ্যাপক মো: আবদুল জলিল, কাজী আরিফুর রহমান, কে এম ইমরান হোসাইন, অধ্যাপক বজলুর রহমান, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, জনাব মাসুদ বিল্লাহ, মনসুরুল আলম মনসুর, কবি মঈন মুরসালিন, অধ্যাপক ইমরান উদ্দিন শাহ ইমন, মোহাম্মদ শরীফ মিয়া, মাওলানা কাওসার আহমদ সোহাইল, অধ্যাপক মঞ্জুর হোসেন পপি, মীর আরেফ হোসেন সুমন, ফুজায়েল আহমদ নাজমুল, জিয়া উদ্দিন আকাশ।


২০২৫-২৬ সেশনের জন্য গঠিত অংকুর এর কেন্দ্রীয় পরিচালনা পরিষদ: পরিচালক- শাহ্ শিহাব উদ্দিন, সহ-পরিচালক- এবিএম শহীদুল ইসলাম, খসরুল আলম, ইসমাইল খন্দকার, আবু আফফান মোহাম্মদ ওসমান, আবু সালেহ, নির্বাহী পরিচালক- মুহাম্মদ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক- আহমদ আইমান আন্দালিব , অর্থ সম্পাদক- এনায়েত রাব্বী একরাম, দফতর সম্পাদক- মাহমুদ কাদির, প্রকাশনা সম্পাদক- তাওফিক বিন হারিস, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক- সাদমান মুজতবা রাফিদ, সাহিত্য সম্পাদক- হাসান মাহমুদ জাবির, প্রচার সম্পাদক- সাদমান সাকিব, সাংস্কৃতিক সম্পাদক- শহীদুল ইসলাম সামী, কল্যাণ সম্পাদক- নাজিম হায়াত, ক্রীড়া সম্পাদক-মোস্তফা তাওসিফ মিঠু, সদস্য-মুশফিকুর রহমান, জাওয়াদ জারিফ, মাহমুদ আহমদি নেজাদ, খন্দকার খাব্বাব, হুসাইন তায়িবুল আনাস, তাসকিন সা’দ তুসি, তানজিল ফাইয়াজ লাবিব, মাহির উদ্দিন মিসবাহ।
সভায় গাজায় ইসরাইলী বাহিনী কতৃক হাজার হাজার নিরপরাধ শিশু হত্যার তীব্র নিন্দা জানানো হয় এবং শিশুদের অধিকার সুরক্ষা এবং বিশেষকরে অনাহার ক্লিষ্ট গাজার শিশুদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবী জানানো হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের