সাহিত্য. রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা পরিবারের মেয়ে তুলতুল

স্টাফ রিপোর্টার:

এ সময়ের তরুণ লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল। লেখালেখি করে সমাজে পুরোদস্তুর নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। তিনি একাধারে একজন লেখক. কবি. ই উপন্যাসিক. গল্পকার. শিশুই সাহিত্যিক.নজরুল অনুরাগী.রেডিও অনুষ্ঠান পরিচালক. খবর পাঠিকা ও দাবা খেলোয়াড়। বাংলাদেশের জনপ্রিয় জাতীয় পত্রিকায় লিখছেন ছোটবেলা থেকেই, যেমন. কালের কন্ঠ. প্রথম আলো,  বাংলাদেশ প্রতিদিন. ইত্তেফাক .খোলা কাগজ. প্রতিদিনের সংবাদ.এন টিভি অনলাইন. মানবকন্ঠ.আজাদী. পূর্বকোণ. শিশু.নবারুণ সহ অন্যান্য পত্রিকায়। তাছাড়া তিনি এপার বাংলা আর ওপার বাংলা দুই জায়গায় সমান তালে লেখনি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন, তাকে দুই.বাংলার জনপ্রিয় লেখকও বলা হয়ে থাকে। লিখছেন জার্মানি, সিংগাপুর, অস্ট্রেলিয়ার. প্যারিসের বাংলা পত্রিকাগুলোতেও।

পড়ালেখায় চরম ফাঁকিবাজ ছিলেন টিচার এলে নানা ওজুহাতে তাড়াতেন। কিন্তু অতি ভালো রেজাল্ট না করে ভালো ফলাফল করে দেশ সেরা কলেজ চট্টগ্রাম কলেজের ছাত্রী এবং বাংলাদেশের জনপ্রিয় এই সাহিত্যিক।
তার জন্ম একটি সাহিত্য.সাংস্কৃতিক রাজনৈতিক. মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারেই চট্টগ্রাম শহতে ৩০ শে মে।
বুকের ভেতর রয়েছে অফুরন্ত গল্পের বাস সে সব গল্প বলে যেতে চান তার লেখায়। সে তার প্রতিটি লেখনীতে সমাজ পরিবর্তনের কোন না কোন ম্যাসেজ রাখেন।লেখালেখির হাতেখড়ি ছোট থেকেই পত্রিকা দিয়ে শুরু। তার নাম এখন প্রতিটি পাঠকের মনে গেঁথে গেছে।

একটি রক্ষনশীল পরিবার থেকে উঠে এসে নিজেকে সাহিত্যিক হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।।
।খুব অল্প বয়সেই তিনি দেশ ও দেশের বাইরে তার লেখনি দিয়ে জয় করছেন অজশ্র মানুষের ভালোবাসা।
দাদাও একজন লেখক. শিক্ষক.বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। নানীও কাজী লতিফা হক বেগম পত্রিকার সুপরিচিত লেখক ছিলেন। উল্লেখ্য যে দাদা আব্দুল কুদ্দুস মাষ্টার কবি কাজী নজরুল ইসলামের বাল্যকালের বন্ধু ছিলেন। এর উপর ভিত্তি করে তিনি লিখেছেন উপন্যাস একজন কুদ্দুস ও কবি নজরুল।
এই পর্যন্ত বইয়ের সংখ্যা ১৬ টি। ভারতে প্রকাশিয় হয়েছে ২০২২ কলকাতা বইমেলায় তার গল্পের বই “নরকে আলিঙ্গন”।বইটি পুরা ভারত জুড়ে ফ্লিপকার্ট অনলাইনে পাওয়া যাচ্ছে।
স্বরচিত ছড়া পাঠ করে প্রথম পুরস্কার অর্জন করেন শিশু বয়সেই।
একে একে লিখেছেন মুক্তিযুদ্ধের উপন্যাস চোরাবালির বাসিন্দা, উপন্যাস পদ্মবু, প্রেমের উপন্যাস মনজুয়াড়ি এই বইগুলো যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়ে বেস্ট সেলার হয়েছে । লেখালেখির জন্য পেয়েছেন অনেক জাতীয় আর আন্তর্জাতিক পুরস্কার। উল্লেখ্যযোগ্য হলো মাদার তেরেসা এওয়ার্ড /মহাত্মাগান্ধী পিস এওয়ার্ড / সাউথ এশিয়া গোল্ডেন পিস এওয়ার্ড /নজরুল অগ্নীবীনা সাহিত্য পুরস্কার /দাদা সাহেব ফালকে এওয়ার্ড ( ভারত)/সোনার বাংলা সাহিত্য সম্মাননা/ রোটারী সম্মাননা /নারী দিবসে নারী সম্মাননা., উইমেনপাওয়ার লিডারশীপ এওয়ার্ড. ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সম্মানা. সাম্প্রতিক দেশকাল সম্মাননা সহ আরও অসংখ্য পুরস্কার।

শিশু- কিশোরদের জন্য সফল একজন গল্পকার তুলতুল। বড়দের পাশাপাশি শিশুদের জন্য লিখছেন প্রচুর।
বাংলাদেশের সকল বই পাওয়া যাচ্ছে অনলাইন বইয়ের বাজার রকমারি ডট কম, প্রথম আলোর অনলাইন ওয়েবসাইট প্রথমা ডট কম, দারাজ ডট কমে। জনপ্রিয় ই বুক বইঘরে তার বই যেখোনো প্রান্ত থেকে তার পাঠক রা পড়তে পারবেন। তিনি চট্টগ্রাম টেলিভিশনে নিয়মিত আবৃত্তিও করে থাকেন।
তার লিখিত গল্প পিঁপড়ে ও হাতির যুদ্ধ জনপ্রিয় টিভি চ্যানেল দিপ্ত টিভিতে নাটক হিসেবে প্রকাশিত হয়।
তিনি কিছুদিন আগে বেগম রোকেয়া চরিত্রে একটি ম্যাগাজিনের কাভার মডেল হন। তিনি বলেন, বেগম রোকেয়া আমাদের আইডল। তাঁর চরিত্রে মডেল হতে পেরে একজন লেখক হিসেবে আমি গর্বিত। সব চেয়ে বড় কথা তিনিও লেখক ছিলেন। তিনি বলেন,লেখনি দিয়ে বিশ্বে নিজেকে তুলে ধরতে চান । কেমন বাংলাদেশ চান জিজ্ঞেদ করা হলে বলেন. একটি সুন্দর বাংলাদেশ চাই। আমি সব সময় সামাজিক অসংগতি নিয়ে অনেক লেখালেখি করি। প্রতিবাদী কবিতাও লিখেছি।একটি দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ এর আশা করি আমি ।
চট্টগ্রামের মেয়ে হয়ে পুরো বাংলাদেশ ভারত এবং আন্তর্জাতিক অংগনে নিজ লেখা দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। লেখালেখিকে আপন ঠিকানা করে আরও সামনে এগিয়ে যেতে চান তুলতুল। ইতিমধ্যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে তার প্রচুর সাক্ষাৎকার ছাপা হয়েছে।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ০৫ ফেব্রুয়ারি সোমবার, বহুল প্রচারিত জাতীয় দৈনিক কালবেলা পত্রিকায় “ভাই ভাই গ্রুপের কব্জায় রাজউকের ১২১ প্লট” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্নরূপে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। অত্র এলাকায় “ভাই ভাই গ্রুপ” নামে কোনো গ্রুপের অস্তিত্ব নেই। প্রকাশিত সংবাদে আমার পিতা আলহাজ্ব মো. হাসান উদ্দিনকে জড়িয়ে উল্লেখ করা হয়েছে যে, তিনি “দেন দরবার করে এলাকা থেকে মোটা অংকের টাকা আদায় করেন” যা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমার পিতা একজন সর্বজন শ্রদ্ধেয়, এলাকার দানবীর হিসেবে পরিচিত তাছাড়াও তিনি প্রতিষ্ঠাতা মোতওয়াল্লী: বাইতুল হামদ জামে মসজিদ, রওজাতুল হাসান মাদ্রাসা ও এতিমখানা, মোতওয়াল্লী: বাইতুল সালাম জামে মসজিদ, সভাপতি: বাইতুর রহমান জামে মসজিদ, প্রধান উপদেষ্টা: দক্ষিণ বারিধারা সোসাইটি কল্যান ট্রাস্ট, গুলশান হেলথ ক্লাব এর ই.সি মেম্বার এবং আমার পিতার নামে যে রাস্তার নামকরণ করা হয়েছে তা আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার আগেই রাজউকের সঠিক নিয়মে হয়েছে যা, উদ্বোধন করেছিলেন তৎকালিন রাজউক চেয়ারম্যান। অন্যদিকে আমার ছোট ভাই ও ভগ্নিপতিকে নিয়ে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। কারন তারা স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত স্বনামধন্য ব্যবসায়ী। আমি সহ আমার পরিবার সর্বদা চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ও দখলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। ৩৭ নং ওয়ার্ডের সম্পূর্ন এলাকা জুড়ে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ও সরকারী ভূমি দখলের বিরুদ্ধে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরসহ সতর্কীকরণ সাইন বোর্ড টানিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। উল্লেখ্য যে, আমি মসজিদে দাড়িয়ে ৩৭ নং ওয়ার্ডবাসীর কাছে শপথ করেছিলাম যে, সরকারী বরাদ্দকৃত একটি দানাও আমি স্পর্শ করবো না এবং কোনো অনৈতিক কাজের সাথে জড়িত হবো না।

মূলত এলাকার চিহ্নিত অপরাধী, চোরাকারবারী, ভূমিদস্যু ও স্থানীয় কিছু নেতার যোগসাজশে, মাদক কারবারী, চাঁদাবাজদের নিয়ে আমার সাথে কাউন্সিলর নির্বাচনে বিপুল ভোটে পরাজিত সাবেক বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি “রিকশা এমদাদ” এর নেতৃত্বে এই অপপ্রচার চালানো হয়েছে এবং এরূপ মিথ্যা সংবাদের সাহায্য নিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করছে।
অতএব উক্ত দৈনিক পত্রিকার প্রকাশিত সংবাদে উল্লেখিত সকল অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন, বানোয়াট, ও উদ্দেশ্য প্রনোদিত যা সামাজিক ও রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন। যা আমার ও আমার পারিবারের ঐতিহ্যের উপর আঘাত এনেছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সমূহ যদি সত্য বলে প্রতিয়মান হয় তাহলে আমি স্বেচ্ছায় দলীয় পদপদবী ও কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করবো।

মোঃ জাহাঙ্গীর আলম
কাউন্সিলর, ৩৭ নং ওয়ার্ড, ঢা.উ.সি.ক

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম