ফেসবুক আইডির বিরুদ্ধে কদমতলী থানায় জিডি

কবির শাহ্:

সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া মেজিস্ট্রেট এবং মাদক সংক্রান্তে বিভিন্ন অসত্য ও অপপ্রচার ছড়ানোর অভিযোগে কদমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফাহিম আহমেদ সজল নামের এক ব্যক্তি।

ভুয়া আইডি জয়বাংলা নামক পেইজ থেকে রেহাই পেতে ২৪ এপ্রিল বৃহস্পতিবার ফাহিম আহমেদ সজল নিজে উপস্থিত হয়ে এ সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ভুক্তভোগী ফাহিম আহমেদ সজল বলেন, কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার নামে মিথ্যা অপপ্রচার করে আসছে। আমি ও আমার পরিবার সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও বিব্রতবোধসহ মানসিকভাবে ভেঙে পড়েছি।

জিডির সূত্র ধরে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর জয়বাংলা নামক পেইজ থেকে Md Sajal নামের আইডি কে ছবি বিকৃতি করে মানসম্মান হানিকর বিভিন্ন পোস্ট করে অসত্য ও অপপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ করা হয়েছে।

কদমতলী থানার এস আই হাসান কবির প্রতিবেদক কে বলেন, ফাহিম আহমেদ সজল এর বিরুদ্ধে জয় বাংলা নামক ফেসবুক পেইজ থেকে আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ এসেছে।
এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশের সাইবার ইউনিটির মাধ্যমে ফেসবুকের ভুয়া আইডি(একাউন্ট)সনাক্ত করে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম