ফেনীতে এবি পার্টির সাবেক নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, জামায়াতের মনোনয়নে দৌড়ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক:

ফেনী জেলার পশুরাম উপজেলা মির্জানগর ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পাওয়ার জন্য তোড়জোড়ের অভিযোগ উঠেছে এবি পার্টির সাবেক জেলা যুগ্ম আহবায়ক জাফর আহমেদের বিরুদ্ধে। ৫ ই আগস্ট গণঅভ্যুত্থান এর আগে এবি পার্টির পদধারী নেতা হলেও আন্দোলন পরবর্তীতে খোলস পরিবর্তন করে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনের জন্য শিবিরের সাবেক কিছু নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার চেষ্টায় ক্ষুব্ধ স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এ ছাড়াও এবি পার্টির সাবেক এই নেতার বিরুদ্ধে, অসৎ উপায়ে ব্যবসায় অর্থ আত্মসাৎ ও দখল দারিত্বসহ,অশ্লীল ও অন্যায় আচরন সহ নানান অভিযোগ উঠেছে।
এ বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জামায়াত নেতা বলেন, জাফর আহমেদ এর বিরুদ্ধে অভিযোগ গুলো দীর্ঘদিন যাবত শুনে আসতেছি, তার মত একজন স্বার্থান্বেষী মানুষ প্রার্থী হওয়ার জন্য দলের মধ্যে গ্রুপিং করে দলীয় শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছেন। অথচ একই ইউনিয়নে জামায়াত সমর্থীত সাবেক চেয়ারম্যান সহ আরো হেভিওয়েট প্রার্থী থাকলেও তার গ্রুপিংয়ের কারনে বাকিরা মুল্যায়িত হচ্ছে না।
এ ব্যাপারে সরেজমিনে জানতে তার এলাকায় গেলে আরো অমানবিক বিষয় উঠে আসে। তার মৃত ভাইয়ের অর্থ আত্মসাৎ, ভাইয়ের পরিবারের মহিলাদের উপর হামলা , বোনের জমি দখল সহ নানান অশ্লীল কুরুচিপূর্ণ আচার আচরণের তথ্য প্রমাণাদি আমাদের কাছে উঠে আসে।যার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী আইনের আওতায় এনে তার বিচারের দাবি করেন।
এ ব্যাপারে ভুক্তভোগী নাসিমা আক্তার ও মনোয়ারা বেগমের সাথে যোগাযোগ করলে তারা বলেন, ” আমরা জাফর আহমেদের ব্যাপারে জামায়াতের কাছে অভিযোগ দিয়েছি আশা করি তারা সুরাহা করবেন,পরবর্তীতে আইনের দ্বারস্থ হবো”

এদিকে জামায়াতের নির্বাচনী সূত্রে জানা যায় , ফেনী পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে এখনো জামায়াত তার প্রার্থী ঘোষণা করেনি।
এদিকে এবি পার্টির গত কমিটিতে যুগ্ম আহবায়ক পদে থাকলেও ৫ আগষ্ট পরবর্তীতে কমিটিতে তাকে রাখা হয়নি বলে সূত্র জানিয়েছে।
এ বিষয় এ জানতে অভিযুক্ত জাফর আহমেদ এর সাথে যোগাযোগের জন্য তার বাড়িতে গেলে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

মেঘনা প্রেসক্লাবের সভাপতি বিপ্লব সিকদার ও সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রনি

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার “মেঘনা উপজেলা প্রেসক্লাব”এর দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক আজকের পত্রিকার মেঘনা প্রতিনিধি, মাহমুদুল হাসান বিপ্লব সিকদার সভাপতি ও দৈনিক মানব জমিন পত্রিকার মেঘনা প্রতিনিধি, মুহাম্মদ শহিদুজ্জামান রনি সাধারণ সম্পাদক পূণরায় নির্বাচিত হয়েছে ।

১৬ই ডিসেম্বর শনিবার সন্ধা৭ টার দিকে ক্লাবের হলরুমে সাধারণ সভা শেষে নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মো. ইসমাইল হোসেন মানিক গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শেষ করে বিজয়ীদের নাম ঘোষণা করেছেন। এর মধ্যে মুহাম্মদ শহিদুজ্জামান রনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে সভাপতি প্রার্থী সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল মালেক ও বর্তমান সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব প্রার্থী থাকায় গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়। এতে মোট ১৪টি ভোটের মধ্যে ১২টি ভোট কাষ্ট হয়। মাহমুদুল হাসান বিপ্লব সিকদার ১০ ভোট পেয়ে বিজয় লাভ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আলমগীর হোসেন, মো.ইব্রাহীম খলিল মোল্লা, জাকির হোসেন, মহসিন ভূইয়া, জাহাঙ্গীর আলম, ইমাম হোসেন, নাইমুল ইসলাম শহীদ, মিজানুর রহমান, মমিনুল ইসলাম, হাসান মাহমুদ মুক্তি, নাজিমুদ্দিনসহ অন্যরা। উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া