ঢাকায় তিন দিন টানা সমাবেশ

ঢাকায় তিন দিন টানা সমাবেশ

ডেস্ক রিপোর্টঃ কাল থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি। এ ছুটিতে ঢাকায় তিনটি দল ও সংগঠন পৃথক জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে । এসব কর্মসূচি ঘিরে এই কয়েক দিন রাজধানীতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনাও রয়েছে।

কর্মসূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (০১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ ছাড়াও সভায় ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন রাজধানীর বাইরেও নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ ও টাঙ্গাইলসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবেন।

এরপর দিন শুক্রবার (০২ মে) আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ঢাকায় বড় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে দলটি।

এদিকে শনিবার (০৩ মে) নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ কয়েকটি দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এদিন সভার সভাপতিত্ব করেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিব।

হেফাজতে ইসলামের মহাসমাবেশে প্রধান দাবি হলো- তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে করা প্রায় ৩০০টি মামলা প্রত্যাহার। পাশাপাশি, আলোচনায় উঠে আসবে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২১ সালের মার্চ ও ২০২৪ সালের বিভিন্ন ঘটনায় ‘নিহতদের হত্যার বিচার’-এর দাবি, নারীনীতি ও সংশ্লিষ্ট সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের আহ্বান এবং ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের নিপীড়নের প্রতিবাদ।

মেঘনা থানার ওসি সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মেঘনা উপজেলায় ৭ই মার্চ মঙ্গলবার লুটেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত বাদশা মিয়ার দ্বিতীয় স্ত্রী শাহানারা বেগম সাংবাদিকদের নিয়ে একটি মানববন্ধন করেন।
স্থানীয় দৈনিক পত্রিকার এক সংবাদকর্মী শাহানারার কাছ থেকে ভিডিও সাক্ষাৎকার নিতে গেলে তিনি বলেন, ওসির নির্দিশক্রমে বালু ভরাট হচ্ছে। এমন তথ্যের সত্যতা জানতে চাইলে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন বলেন, এটার পিছনে যে সাংবাদিক কলকাঠি নাড়ছে তাদের বিষয়টি আমার দেখতে হবে। সাংবাদিক আবারও প্রশ্ন করলেন যে, এটা কি আপনার বক্তব্য? তখন ওসি বলেন হ্যাঁ এটাই আমার বক্তব্য, এটাই লিখে দেন। এটার পক্ষে যে সাংবাদিক থাকবে ,আমার তাদের দেখার আছে।
সরেজমিনে এলাকাবাসির কাছ থেকে জানা যায়, মৃত বাদশা মিয়া তার দ্বিতীয় স্ত্রী শাহানারাকে ১৯৮৮ সালে বাজানি বাড়ি মৌজার ৩৪৭ দাগের ২২.৫ শতাংশ হতে ১৭ শতাংশ জমি দলিল করে লিখে দেন। কিন্তু দলিল লিখক ভুল করে ৩৪৭ দাগের স্থলে ৩৫৭ লিখে ফেলে। এই ভুলের সুযোগে মৃত বাদশা মিয়ার প্রথম স্ত্রীর সন্তানেরা একই দাগের ১৫ শতাংশ জমি আব্বাস মিয়ার কাছে বিক্রি করে দেয়। এদিকে মৃত বাদশা মিয়ার দ্বিতীয় স্ত্রী শাহানারা বেগম দলিলের দাগ নাম্বার সংশোধনের জন্য কুমিল্লা আদালতে ১৪৫ ধারায় মামলা করেন। বিজ্ঞ আদালত থেকে মেঘনা থানায় তদন্তের দায়িত্ব দেয়া হয়। কিন্তু আদালতে মামলা চলাকালেই আব্বাস মিয়া বালি দিয়ে জমি ভরাট করার পায়তারা করছে।
শুধু তাই নয়, বিভিন্নভাবে শাহানারা বেগম ও তার সন্তানদের হুমকি দিচ্ছে। ইতি পূর্বেও বালি দিয়ে ভরাট করার চেষ্টা করেছিল। শাহানারা বেগম এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বাঁধা দিলে ওরা চলে যায়। স্থানীয় মেম্বার ইকবাল হোসেন সহ এলাকাবাসী বলেন, ঐ বৃদ্ধা মহিলা বিগত দিন থেকেই ৩৪৭ দাগ জমি ভোগ দখল করে আসছেন। কিন্তু অভাব অনটন এর জন্য জমির দাগ নাম্বার সংশোধন করতে পারেননি এবং এই বৃদ্ধার দখলীয় স্থাপনা একটি দোকান ঘরও রয়েছে।
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান পিআর পদ্ধতি ছাড়া জামায়াত ৪-৫টা আসনও পাবে না: আবু হেনা রাজ্জাকী