মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে রাজউকের উচ্ছেদ অভিযান

মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে রাজউকের উচ্ছেদ অভিযান

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে বুধবার ৩০-০৪-২০২৫ ইং তারিখে একাধিক নির্মাণাধীন ভবন উচ্ছেদ করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিটন সরকারের নেতৃত্বে উচ্ছেদ অভিজান পরিচালনা করা হয়।

প্রায় ১৫ টি ভবনে আংশিক উচ্ছেদ ও মিটার জব্দ করা হয়। এসময় নির্মানাধীন ভবনগুলোর মালিকপক্ষ উপস্থিত না থাকায় কোন জেল জরিমানা করা হয়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, যে নির্মাণাধীন ভবন গুলো আংশিক উচ্ছেদ ও মিটার জব্দ করা হয়েছে সেই ভবন গুলোর রাজউকের অনুমোদন নেই। তারা নিজ ক্ষমতা বলে এই ভবন নির্মাণ করছেন। উচ্ছেদকৃত ভবনগুলো রাজউকের অনুমোদন না থাকায় অবৈধ হিসেবে উচ্ছেদ করা হয় ও মিটার জব্দ করা হয়। ভবনগুলোর মালিকপক্ষের কাওকে না পাওয়ায় জেল বা জরিমানা করতে পারি নি তবে তাদেরকে পেলে অবশ্যই জেল বা জরিমানা করা হবে।

তিনি আরও বলেন, রাজধানীতে যত অবৈধ নির্মাণাধীন ভবন আছে তার বিরুদ্ধে আমদের এই উচ্ছেদ অভিজান চলমান থাকবে এবং সেই সাথে সকল ভবন মালিক ও নির্মাণকারী প্রতিষ্ঠানকে অনুরোধ করবো ভবন নির্মাণের সকল নিয়ম কানুন মেনে তারপরে ভবন নির্মাণ করুন।

৫/১ এর অথোরাইজড অফিসার হাসানুজ্জামান বলেন, রাজউকের নিয়ম মেনে ভবন নির্মাণ করলে জনসাধারণের জন্য সুবিধা এবং ভবনেও কোন ঝুকি থাকে না। কিন্তু তারা রাজউকের অনুমতি নেই নি এবং তারা নিজদের মতো করে রাস্তা দখল করে ভবন নির্মাণ করায় তাদের ভবন আংশিক উচ্ছেদ করা হয়েছে এবং তারা যেন ভবন নির্মাণ এর সকল বিধিনিষেধ মেনে ভবন নির্মাণ করেন সেই ব্যাপারে তাদেরকে বলা হয়েছে। আমরা ভবনের মালিকদের না পাওয়ায় জেল জরিমান করতে পারিনি। তাদেরকে বলবো পালিয়ে না থেকে রাজউকে আসুন এবং নিয়ম কানুন মেনে কিভাবে ভবন নির্মাণ করা যায় সেই দিকে আগান নয়তো পরবর্তীতে আমরা আরো বরধরনের স্টেপ নিতে বাধ্য হবো।

এসময় আরো উপস্থিত ছিলেন ডিপিডিসির ইঞ্জিনিয়ার লিংকন, রাজউকের জোন ৫/১ এর সহকারী অথোরাইজড অফিসার মেহেদী হাসান, প্রধান ইমারত পরিদর্শক সাব্বির হোসেন, ইমারত পরিদর্শক উজ্জ্বল, ইমারত পরিদর্শক মো: রহমত উল্লাহ, ইমারত পরিদর্শক আবদুল ছাত্তার, ইমারত পরিদর্শক সুজন আহমেদ প্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম