এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ও লেখক সম্মিলন ২০২৫ অনুষ্ঠিত

মো: শামীম :
.প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২ মে ২০২৫, শুক্রবার, সকাল ৯.৩০ থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তন, সেগুনবাগিচায় লেখক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। লেখকদের এ মিলনমেলায় সেমিনার, সাহিত্য পুরস্কার ও ছড়া-কবিতা পাঠের আয়োজন করা হয়। সারাদেশ থেকে খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকগণ এই লেখক সম্মিলনে অংশগ্রহণ করেন।

লেখক সম্মিলনে অতিথি হিসেবে বিভিন্ন র্পবে উপস্থতি ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কথাসাহিত্যিক রফিকুর রশীদ, কবি রেজাউদ্দিন স্টালিন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আসমা বেগম, লেখক ও গবেষক ড. ইয়াহ্ইয়া মান্নান, বাংলা ভিশনের প্রধান সম্পাদক ড. আবদুল হাই সিদ্দিক, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক রহীম শাহ, অনন্যার প্রকাশক মনিরুল হক, শিশুসাহিত্যিক আহমেদ জসিম, কথাসাহিত্যিক মাহফুজুর রহমান, লেখক ও সাংবাদিক সেলিম আউয়াল, কবি ও কথাসাহিত্যিক মাহবুবা চৌধুরী, কবি ও গবেষক ড. শাহনাজ পারভীন, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরন্সে লি.-এর সিইও মো. শাহ জামাল হাওলাদার, প্রতিভা প্রকাশ-এর প্রকাশক মঈন মুরসালিন।

সম্মিলনে ৫ জন কৃতিমান লেখককে এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে, পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় সুমন সুবহান ও পারভীন শাহনাজ, গল্পে ফজলুল হক মিলন, উপন্যাসে কানিজ ফাতেমা, শিশুসাহিত্যে রুবেল হাবিব এবং ৬ জন কৃতিমান লেখককে কানামাছি শিশুসাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে, পুরস্কারপ্রাপ্তরা হলেন- আজীবন সম্মাননা শিশুসাহিত্যিক আহমেদ জসিম, ছড়া-কবিতায় মানিক চক্রবর্তী ও সিরাজ উদ্দিন শিরুল, গল্পে আলমগীর খোরশেদ ও জাকির হোসেন কামাল, ফিচার/গদ্যে পলি রহমান।

সারাদেশ থেকে যেসব লেখকগণ অংশ নিয়েছেন, তারা হলেন- তাহমিনা শিল্পী, এস আফরোজ, আলমগীর খোরশেদ, শারাবান তহুরা, আহমাদ স্বাধীন, মাহবুবা চৌধুরী, ড. ইয়াহ্ইয়া মান্নান, পলি রহমান, পুলিন রায়, শাহনাজ পারভীন মুক্তি, নাজমুছ সাদাৎ নোমান, নেপাল সূত্রধর চয়ন, ফিরোজ আহমেদ বাবুল, আকাশ আহমেদ, সবুজ ইসলাম, তাহ্ মিনা নিশা, সাগর আহমেদ, হাসিনা সাঈদ মুক্তা, সি এম শাহীন, গোলাপ আমিন, মশিউর রহমান দুর্জয়, মৌসুমী সুমি, আজিম সৈয়দ, জহুরুল হক সুমন, বাবলু মওলা, সিরাজিয়া পারভেজ, সেলিনা আখতার, রাশিদুল হাসান বাচ্চু, নিয়ামুল বারী, নুরুন্নাহার ডলি, মাহফুল আখতার, আকাশমণি, মো. নিয়াজ উদ্দীন, মানিক চক্রবর্তী, জাহাঙ্গীর আলম লিখন, নূর মোহাম্মদ, ফেরদৌস আরা শাহীন, সুমন সুবহান, তাসরিবা খান, খায়রুননেসা রিমি, জান্নাত তায়েবা, সাদিয়া মিম, সাইদ খোকন নাজিরী, সাইফুল ইসলাম চৌধুরী, শামীম হাসনাইন, সৈয়দ শাকিল আহাদ, শাম্মী তুলতুল, আর্শিনা ফেরদৌস, সৈয়দ কামরুল হাসান, রতন আলী, সরকার জাহিদুল ইসলাম, রিনা রহমান, শেখ আমিরুল ইসলাম, ফজলুল হক মিলন, শরীফ প্রধান, মাহবুবা ফারুক, দীন মুহাম্মদ, রুবিনা রুবি, রুবেল হাবিব, ওয়ালি জসিম, শামসুদ্দিন হীরা, নাসরীন রেখা, শ. ম. ওয়াহিদুজ্জামান, নজরুল ইসলাম মন্ডল, রুহুল আমিন, হালিম নজরুল, নাদিরা খানম, এইচ এম জাবেদ হোসাইন, আবু জাফর ছালেহী, সাদিক মোশাররফ, দয়াল ফারুক, সেলিম আউয়াল, তাহমিনা মল্লিক, মোয়াজ আফসার, আলেয়া রহমান, ওমর ফারুক, অসীম চন্দ্র পাল, এম কামরুজ্জামান, জাবেদ আহমদ, সুপদ বিশ্বাস, জাকির হোসেন কামাল, বেলাল আহমদ চৌধুরী, কলি চক্রবর্তী, ইশরাক জাহান জেলী, নাঈমা চৌধুরী, সুলেখা আক্তার শান্তা, কানিজ ফাতেমা, ফাহমিদুর রহমান, হারিস মিজান, নূর কিবরিয়া, খন্দকার রুমী, সুমাইয়া ইসলাম, রফিক আনম, শিরীনা ইয়াসমিন, আরিফা রহমান, নাজনীন শুভ্র, সুপান্থ মিজান, ফরিদা ইয়াসমিন, ফখরুল হাসান, শেলী সেলিনা, মোহাম্মদ বাদশা গাজী, এস এম সাথী বেগম, আফরোজা আক্তার, শাহনাজ পারুল, আলাউদ্দিন তালুকদার, হারান কান্তি সেন, মিনা ফারুক প্রমুখ।

জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার:
.
১১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির সভাপতি হয়েছেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান সরদার (মিলন) ও আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন কেন্দ্রীয় জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সৃজনশীল প্রকাশনা শিল্প দেশের সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের অন্যতম বাহক। জাতির মননশীলতা ও সাংস্কৃতিক উন্নয়নে শিল্পটি অগ্রণী ভূমিকা পালন করছে। কিন্তু বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কারণে এ শিল্প প্রত্যাশিত মাত্রায় বিকশিত হতে পারেনি। সৃজনশীল প্রকাশনা খাতের টেকসই উন্নয়ন দেশের শিক্ষা, সংস্কৃতি ও চিন্তার বৈচিত্র্যকে প্রভাবিত করে। প্রকাশনাশিল্পের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি প্রকাশকদের দীর্ঘদিনের বৈষম্যরোধে এ কমিটি গঠন করা হয়েছে।
সমিতির অপর সদস্যরা হলেন – ইকবাল হোসেন সানু, প্রকাশক : লাবনী, মো. মনিরুল হক, প্রকাশক : অনন্যা, ইসমাইল হোসেন বকুল, প্রকাশক : এশিয়া পাবলিকেশন্স, মো. আমিনুর রহমান, প্রকাশক : প্রান্ত প্রকাশন, মামুন অর রশিদ, প্রকাশক : বর্ণমালা, মো. মহসিন (রুবেল), প্রকাশক : মেরিট ফেয়ার প্রকাশন, এস. এম. মহিউদ্দিন কলি, প্রকাশক : কলি প্রকাশনী, মোরশেদুল আলম হৃদয়, প্রকাশক : বাবুই প্রকাশনী, এইচ. এম. আলমগীর রহমান, প্রকাশক : কালিকলম প্রকাশনা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের