এবার শিরোপা জিতে দেশে ফিরতে চান সাবিনারা

 

দ্বিতীয়বারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এবারের আসরে এখনও পর্যন্ত প্রতিটি দলের বিপক্ষেই দাপুটে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ১৯ সেপ্টেম্বরে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ। এর আগে ফাইনাল নিশ্চিত করার ম্যাচে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে বড় অবদান রাখেন লাল-সবুজের নারী দলের অধিনায়ক সাবিনা। পূর্ণ করেন হ্যাটট্রিক। এবারের সাফে ৪ ম্যাচে এখন পর্যন্ত সাবিনার গোল ৮টি। সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বাংলাদেশের এই গোল মেশিন।

২০১৬ সালে প্রথমবার ফাইনালে উঠেও ভারতের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল লাল-সবুজের দলটির। সেবার ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্সআপ হতে হয়েছিল তাদের। ওই সময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন সাবিনা। ছয় বছর পর আবারও ফাইনালে সাবিনার দল। এবারও দলের নেতৃত্বও তার কাঁধে।

তবে এবার রানার্সআপ নয় বরং শিরোপা জিতে দেশে ফিরতে চান বাংলাদেশের মেয়েরা। সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত করার পর নেপাল থেকে ঢাকাপ্রকাশের সঙ্গে আলাপচারীতায় এ কথা জানান বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

সাবিনা খাতুন ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলা। আমরা ফাইনালে উঠেছি। এবার ট্রফিটা নিতে চাই।’

এবারের সাফ টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনও গোল হজম করেনি বাংলাদেশ। কারণ হিসেবে সাবিনা বলেন, ‘ বাংলাদেশের মহিলা ফুটবলের যে উন্নতি হয়েছে, সেটার প্রমাণ মাঠে আমরা দিচ্ছি। আশা করি এই ধারাবাহিতাকতা ফাইনাল ম্যাচেও অব্যাহত রাখতে পারব।’

হ্যাটট্রিকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অভিজ্ঞতাই অন্যদের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। আমি সবসময়ই বলি অভিজ্ঞতা অনেক বড় ভূমিকা পালন করে। ফিনিশিংয়ে আমার অভিজ্ঞতা আমাকে এগিয়ে দিয়েছে।’

আগামী ম্যাচেও নিজেদের পরিকল্পনার ব্যাপারে জানতে চাইলে সাবিনা খাতুন বলেন, ‘ফাইনাল ম্যাচেও আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই। আমি বিশ্বাস করি আমরা পারব।’

এ সময় প্রতিটা জয়ের পেছনে সকল কৃতিত্ব কোচ গোলাম রব্বানী ছোটনকে দেন সাবিনা খাতুন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এই জয়ের সব কৃতিত্ব স্যারকে দেব। নারী ফুটবলের শুরু থেকে স্যার আমাদের সঙ্গে আছেন। স্যারের অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলাদেশ আজ ফাইনালে পৌঁছাতে পেরেছে। আর এবার আমরা একটা স্বপ্ন নিয়ে এসেছি। চেয়েছি দেশকে ভালো কিছু উপহার দেব। এজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

হরিণাকুন্ডুতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার কাপাশাহাটিয়া ইউনিয়নের শাখারীদা গ্রামের মোজাম হোসেনের ছেলে মামুন হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। নিহত নুসরাত জাহান ঝিনাইদহ সদর উপজেলার রাজনগর গ্রামের জমির গাজীর মেয়ে।

শনিবার (১ জুলাই) সন্ধ্যায় স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বেধড়ক মারপিট করা হয় নুসরাতকে। এরপর রাতের কোনো একসময়ে তিনি বিষপান করেন। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।

নুসরাত জাহানের পরিবার জানায়, মাত্র তিন মাস আগে নুসরাত জাহানের বিয়ে হয়। তার স্বামী মামুনের অন্য জায়গায় পরকীয়া সম্পর্ক থাকায় সে নুসরাতকে মেনে নিতে পারেনি। তাই নুসরাতকে আঘাত করে মারার পর মুখে বিষ দেয়া হয়েছে।

কাপাশাহাটিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জানান, মামুনদের পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছেন তাদের ছেলের পুত্রবধূ বিষপানে আত্মহত্যা করেছে। সকাল থেকেই লাশের সাথে রয়েছেন তিনি। হাসপাতাল থেকে জানতে পেরেছেন তার কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি মর্গে রয়েছে, ময়নাতদন্তের পরেই জানা যাবে হত্যা করা নাকি আত্মহত্যা।

হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে তরুণ নিহত প্রশাসনের যেকোনো রদবদল প্রধান উপদেষ্টা নিজেই সরাসরি তদারক করবেন যমুনা অয়েলে পদোন্নতি পেতে যাচ্ছে একাধিক দুনীতিবাজ কর্মকর্তা আমতলীতে সাংবাদিক ও শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার