দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম

দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম

মাহতাবুর রহমানঃ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ইমারত পরিদর্শকগণ ১০ম গ্রেডের কর্মকর্তা যাদের বেতন ৩০-৪৫ হাজার টাকার বেশি নয় কিন্তু অর্জিত সম্পদ ও বিলাসী জীবন তাদের দুর্নীতির চিত্র ফুটিয়ে তোলে।

মোঃ শামীম হোসাইন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন ৩/১ এ কর্মরত আছেন বর্তমানে। মন্ডলবাড়ি, ছনগাছা, শাহানগাছা, সিরাজগঞ্জ জেলার মোঃ মিজানুর রহমান এর পুত্র শামীম রাজউক এ যোগদান করেন ২৫ অক্টোবর ২০১৫ সালে এবং অবসরে যাবেন ৩১ ডিসেম্বর ২০৫০ সালে।

মোঃ শামীম হোসাইন রাজউক জোন ৪ এ কর্মরত থাকাকালিন নোটিশ ব্যবহার করে ভবন মালিকদের ভয়ভীতি প্রদর্শন করা, দুর্নীতির মাধ্যমে অবৈধ উপার্জন, ঘুষ গ্রহন করে অনৈতিক ও আইন বিরোধী কাজ সম্পাদন করা সহ নানা অভিযোগে অভিযুক্ত হওয়ায় এরিয়া পরিবর্তন করে রাজউক জোন ৩/১ এর এড়িয়ার দায়িত্ব দেয়া হয়।

সরকারি চাকুরীর করছেন ৯ বছর যাবৎ কিন্তু পরিদর্শক শামীম এরই মধ্যে গড়েছেন সম্পদের পাহাড়। অবৈধভাবে ভিয়েতনাম, থাইল্যান্ড থেকে পন্য এনে শামীম হোসাইন এর স্ত্রী মৌসুমী আক্তার অনলাইনে Mou Dot Collection  নামে ফেসবুক পেইজ খুলে বিক্রয় করছেন।

মোঃ শামীম হোসাইন  ও মৌসুমী আক্তারের  তিন ছেলের মধ্যে বড় ও মেজ ছেলে ইন্টারন্যাশনাল হোপ স্কুলে লেখাপড়া করে। খোঁজ নিয়ে জানাগেছে  এই স্কুলে সন্তান লেখাপড়া করানো যথেষ্ট ব্যয়বহুল। বাৎসরিক খরচ আনুমানিক ১২ লক্ষ টাকা।

ইমারত পরিদর্শক শামীম হোসাইনের সম্পদ সনুসন্ধান করতে গিয়ে চক্ষু চড়ক গাছ। উত্তরা ০৪ নং সেক্টরে কিনেছেন ফ্লাট। দক্ষিনখান কসাইবাড়ি রেলগেট সংলগ্ন দক্ষিন মোল্লারটেকে একই ঠিকানায় ফ্লাট রয়েছে ০৪টি। দক্ষিনখানে একাধিক প্লটের শেয়ার রয়েছে তার। বগুড়ায় শ্বশুর বাড়িতে নিজ অর্থায়নে বাড়ি তৈরি করেছেনে এবং স্ত্রীর নামে জমি ক্রয় করেছে ১০বিঘা।

শুধু ফ্লাট ও প্লট কিনেই থেমে থাকেননি শামীম হোসাইন। কিনেছেন গাড়িও কিন্তু সরকারি কর্মকর্তা হওয়ায় এবার কৌশলের আশ্রয় নিয়েছেন। শামীম হোসাইনের সহযোগী লতিফ মিয়ার নামে পুবালী ব্যাংক জয়দেবপুর শাখায় গাড়ির লোন অ্যাকাউন্ট করে কিনেছেন হেরিয়ার গাড়ি তবে নিবন্ধন করিয়েছেন লতিফ মিয়ার নামেই। তবে Yamaha Fazer Fi v2, ঢাকা মেট্রো ল-৪৪৩৩৫৪ এই মটরসাইকেলটি মোঃ শামীম হোসাইন নামেই নিবন্ধিত রয়েছে কিন্তু Suzuki GSX-R150, ঢাকা মেট্র ল-১৬০৩৭৮ মটরসাইকেলটি মোঃ শামীম হোসাইনের টাকায় কেনা হলেও তার দুর্নীতির একসহযোগীর নামে নিবন্ধিত রয়েছে। এছাড়াও তার একাধিক জীবন বীমা রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

ইমারত পরিদর্শক শামীম হোসাইন রাজউক এর ১০ম গ্রেডের কর্মকর্তা কিন্তু ডেভেলপার কোম্পানী নির্মান টেক লিমিটেড এর একজন শেয়ার হোল্ডার তিনি। এইচএফডি ইক্যুইটি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন যার চেয়ারমান মোঃ শামীম হোসাইন এর স্ত্রী মৌসুমী খন্দকার ও ব্যবস্থ্যাপনা পরিচালক মোঃ শামীম হোসাইন এর বড় ভাই মোমেনুল ইসলাম শোভন।

মোঃ শামীম হোসাইনের দুর্নীতি ও অপকর্ম নিয়ে দুদকে অভিযোগ করেছেন মোঃ রুবেল হাওলাদার নামে এক ব্যক্তি। এই অভিযোগের বিষয় শামীম হোসাইনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি আপনারা যাচাই করে দেখেন আমার এমন কিছু আছে কিনা।

এই সকল বিষয় নিয়ে রাজউক জোন-৩ এর পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়ার মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করলেও পতিবেদন লেখা পর্যন্ত কথা বলা সম্ভব হয়নি।

শামীম হোসাইনের দুর্নীতি ও অপকর্ম নিয়ে অনুসন্ধান চলমান রয়েছে।

দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকার কেয়ারটেকার হত্যাকারী মাসুদ’কে কাকরাইল এলাকা হতে গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

গত ০৯ জানুয়ারি ২০২৩ইং তারিখে আনুমানিক সকাল ০৯:৩০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইস্পাহানী ২নং রোডস্থ জনাব আমিনুল ইসলামের বাড়ির কেয়ারটেকার মোঃ কাউসার খান (৪৭)’কে একই মালিকের পার্শ্ববর্তী বাড়ির কেয়ারটেকার নজরুল গার্ড রুমের ফ্লোরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। মোঃ কাউসার এর কোন সাড়া শব্দ না পেয়ে তিনি মোঃ কাউসার এর ছেলেকে খবর দেন। মোঃ কাউসার এর ছেলে উক্ত স্থানে এসে দেখতে পায় যে, তার বাবা মৃত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। সংবাদ পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ উক্ত স্থানে এসে সুরতহাল প্রস্তুতপূর্বক লাশ ময়না তদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল, ঢাকায় প্রেরন করেন। উক্ত ঘটনায় নিহত কাউসার এর ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৪ তারিখ-১০ জানুয়ারী ২০২৩ ইং – ধারা-৩০২/৩৪/৩৮০ পেনাল কোড। প্রাথমিকভাবে মৃত কাউসার’কে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে ধারনা করা হয়।
হত্যাকান্ডের সংবাদ বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র‌্যাব বর্ণিত ঘটনার ছায়া তদন্ত শুরু করে ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগীতায় আজ ১২ই জানুয়ারি ২০২৩ ইং তারিখে রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায় রাজধানী ঢাকার রমনা থানাধীন কাকরাইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর এলাকায় নৃশংসভাবে কেয়ারটেকার হত্যাকান্ডের সাথে সরাসারি জড়িত মোঃ মাসুদ (২৪), পিতা-মোঃ ওহাব শেখ, সাং-চুকাইড়, থান-নগরকান্দা, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী কেয়ারটেকার হত্যাকান্ডের সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এসময় তার নিকট হতে মৃত মাসুদ এর ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আরও জানায়, গ্রেফতারকৃত আসামী মাসুদ একজন সুযোগ সন্ধানী চোর। সে গত ০৯ জানুয়ারি ২০২৩ ইং তারিখ রাতে ভিকটিম কাউসারের রুম হতে টাকা চুরি করার উদ্দেশ্যে ভিকটিম কাউসারের রুমে প্রবেশ করে। কিন্তু ভিকটিম কাউসার সজাগ হয়ে আসামী মাসুদ’কে চিনে ফেলায় তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং একপর্যায়ে আসামী মাসুদ কেয়ারটেকার কাউসার’কে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে পলিয়ে যায়। এসময় আসামী মাসুদ ভিকটিম কাউসারের ব্যবহৃত মোবাইল ফোন সাথে নিয়ে যায়। উল্লেখ্য আসামী মাসুদ ও মৃত কাউসার একই থানার পাশ্ববর্তী গ্রামের বাসিন্দা এবং তারা পরস্পর পূর্ব পরিচিত বলে জানা যায় ।
গ্রেফতারকৃত আসামী গত ০১ বছর যাবৎ হলিমাইন্ড মাদক নিরাময় রিহ্যাব সেন্টার, মালিবাগ, ঢাকায় কাজ করে আসছিল। সে এরপূর্বে নবাবপুর এলাকায় একটি পার্টসের দোকানে কাজ করেছিল এবং সেখান থেকে টাকা চুরির দায়ে তাকে বরখাস্ত করা হয়েছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি