
ডেস্ক রিপোর্ট :
আজ ২৪ মে ২০২৫ শনিবার সকাল ৯.৩০ মিনিট হতে শ্রমিক মজলিস মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে শাখা পরামর্শ পরিষদের ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ। অধিবেশনে ২০২৫-২০২৬ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট মানিকগঞ্জ জেলা শাখা পুনর্গঠন করা হয়। সভায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা মুহাদ্দিস শেখ মোঃ সালাউদ্দিন, খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা সভাপতি পীরে কামেল মাওলানা নুরুল ইসলাম ফরায়েজি, জেলা সহ-সভাপতি মুফতি আশরাফুল আলম, জেলা ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, জেলা নির্বাহী সদস্য মাওলানা শরিফুল ইসলাম, শিবালয় উপজেলা সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, হরিরামপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ।