
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
সরকারি চাকরিবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোম্পানি খুলে ঠিকাদারি ব্যবসা করছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনের লক্ষ্মীপুর সড়ক বিভাগের এক কর্মচারি। নিজের অফিসের ঠিকাদারি কাজ করছেন নিজেই। কোটি কোটি টাকার ঠিকাদারি কাজ করছেন তিনি। সড়ক বিভাগের কর্মকর্তারা বিষয়টি অবগত হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে নীরব আছেন। অভিযোগ আছে,শীর্ষ কর্মকর্তাদের ম্যানেজ করেই নিয়মবিহর্ভূত এই ঠিকাদারি কাজ করছেন। এ রকম ব্যবসা করা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ও নিজস্ব চাকরি প্রবিধানমালার সুস্পষ্ট লঙ্ঘন।
অভিযুক্ত মনোয়ার হোসেন লক্ষ্মীপুর সড়ক বিভাগের কার্যসহকারী ও নোয়াখালী চাটখিল উপজেলার বাসিন্দা। গত চার বছরে তিনি অন্তত ২ কোটি টাকার ঠিকাদারি কাজ করে বিল তুলেছেন। তার এই কর্মকান্ডে ক্ষুব্ধ লক্ষ্মীপুরের সচেতন মহল। এই বিষয়ে মনোয়ার হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি প্রতিবেদককে এড়িয়ে যান।
লক্ষ্মীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম কে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।