ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত-৭

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত-৭

আন্তজাতিক ডেস্কঃ ইরানের সবশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ৭ জন নিহত হয়েছে। আহত অন্তত দুই শতাধিক। নিখোঁজ অন্তত ৩৫ জন। হাইফা ও তেল আবিব শহরসহ ইসরাইলজুড়ে এ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। চিকিৎসক ও মিডিয়া রিপোর্টের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

শনিবার (১৪ জুন) ইরানজুড়ে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালায় ইসরায়েল। এ হামলায় তেহরানের শাহরান তেল স্থাপনায় আগুন লাগে। জবাবে রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

আল জাজিরা জানায়, ইরানি হামলার জেরে পুরো ইসরাইলে সাইরেন বেজে উঠে। জেরুজালেম ও হাইফা শহরের আকাশেও ক্ষেপণাস্ত্র দেখা যায়। বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে বলে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান আলোচনার মধ্যে বিনা উসকানিতে গত

শুক্রবার (১৩ জুন) ইরানজুড়ে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরাইল। সেই হামলা এখনও অব্যাহত রয়েছে।

এতে ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। ইরানি গণমাধ্যম জানিয়েছে, গত দুই দিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ৮০ জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জনই শিশু।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম