
ডেস্ক রিপোর্ট:
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হক সুমন এবং তার স্ত্রী শাহনাজ আকতারের ১১ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৯১০ টাকার জায়গা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ জুন) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলাম এ আদেশ দেন।
আদালতের দুদকের পিপি মাহমুদুল হক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালে দুদকে জমা হওয়ায় চসিকের ৩৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল সুমনের ১৫ কোটি এবং তার স্ত্রী শাহানাজ আকতারের প্রায় দেড় কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১। অনুসন্ধানে অবৈধ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পায় অনুসন্ধানকারী কর্মকর্তা কার্যালয়ের উপসহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব।
এদিকে স্ত্রীসহ জিয়াউল হক সুমনের অর্জিত ১১ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৯১০ টাকার জায়গা জমি জব্দের অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন। কমিশনের অনুমোদনের পর গত ১৮ জুন চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলামের আদালতে জিয়াউল সুমন ও তার স্ত্রী শাহানাজ আকতারের অর্জনকৃত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ জব্দের আদেশ চেয়ে আবেদন করেন অনুসন্ধান কর্মকর্তা আপেল মাহমুদ বিপ্লব।
জব্দ হওয়া জায়গা জমিগুলোর অবস্থান চট্টগ্রাম মহানগরীর বন্দর, পতেঙ্গা, ইপিজেড এবং কক্সবাজার সদর থানা এলাকায় বলে জানিয়েছে দুদক।