কাঙ্খিত দেশ বিনির্মানে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে – ড. আহমদ আবদুল কাদের

স্টাফ রিপোর্টার:

অপার সম্ভাবনার দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কিন্ত দুঃখজনক হলেও সত্য স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারাই ক্ষমতাসীন হয়েছেন, সবাই দেশের সম্পদকে নিজেদের পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছেন। দেশের সম্পদকে লুট করার এক নগ্ন প্রতিযোগিতায় মেতে উঠেছিলেন। অথচ আমাদের দেশে যে পরিমাণ সম্পদ রয়েছে এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশ বিশ্বের মানচিত্রে অনন্য উচ্চতায় পৌঁছে যেত।

শাখা দায়িত্বশীলদের নিয়ে ইসলামী যুব মজলিসের লিডারশীপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপে প্রধান অতিথির আলোচনায় খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আবদুল কাদের উপরোক্ত কথাগুলো বলেন।

কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ এর পরিচালনায় আজ সকাল ৯ টা থেকে পল্টনস্থ হোটেল অরনেট অডিটোরিয়ামে দিনব্যাপি “লিডারশীপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপ-২০২৫” অনুষ্ঠিত হয়।

দিনব্যাপি উক্ত ওয়ার্কশপে দারসে কুরআন পেশ করেন বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট ও লেখক মাওলানা রুহুল আমিন সাদী।
বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব অধ্যাপক সিরাজুল মামুন।

মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন – ইসলামী যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম ও খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল।

আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি মো: মহিউদ্দিন জামিল, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ হাফিজ মাওলানা মুহাম্মদ সালমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দেওয়ান তানজিল আলম, সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী মেহেদী হাসান সাকি, নির্বাহী সদস্য মাওলানা ইকবাল হোসাইন কয়ছর, প্রকৌশলী ইমরান আসাদ, মাওলানা আবুবকর আহাদ, হুজ্জাতুল ইসলান মামুন প্রমূখ।

নারীদের নাক-কান ফোঁড়ানোর বিষয়ে ইসলাম

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

নারীদের নাক ও কান ফোঁড়ানোর বিষয়ে ইসলামের কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমাদের দেশের অনেকের মধ্যে এ রকম ধারণাও প্রচলিত রয়েছে যে, কোনো মেয়ে যদি নাক-কান না ফোঁড়ায়, তাহলে কেয়ামতের দিন তার শাস্তি হবে। আসলে এমন কথার কোনো ভিত্তি নেই।

কোনো নারী যদি নাক-কান না ফোঁড়ান তাহলে তার গুনাহ হবে না এবং এ জন্য তাকে আখেরাতে শাস্তির মুখোমুখিও হতে হবে না। তবে অলংকার পরিধানের জন্য নারীদের নাক-কান ফোঁড়ানো জায়েজ। নারী সাহাবিরা কানে অলংকার পরিধান করতেন বলে হাদিসে বর্ণিত রয়েছে।

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ঈদের দিন বের হলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন। আগে-পরে কোনো নামাজ পড়লেন না। অতঃপর বেলালকে (রা.) সঙ্গে নিয়ে নারীদের কাছে গেলেন। তাদেরকে উপদেশবাণী শোনালেন এবং সদকা করার নির্দেশ দিলেন। তখন নারীরা তাদের কানের দুল এবং হাতের কংকন খুলে দিতে লাগলেন। (সহিহ বুখারি: ১৪৩১)

এ হাদিস থেকে নারীদের নাক ফোঁড়ানোর ব্যাপারে নবিজির (সা.) অনুমোদন ও তা জায়েজ হওয়ার বিষয়টি বোঝা যায়।

হজরত আবদুর রহমান ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত। আমি এক ব্যক্তিকে ইবনে আব্বাস (রা.)-এর কাছে জিজ্ঞেস করতে শুনেছি, ‘ঈদুল ফিতর বা আজহার কোনো একটিতে কি আপনি রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে উপস্থিত ছিলেন?’ উত্তরে তিনি বললেন, ‘হ্যাঁ। অবশ্যই তার সঙ্গে আমার এত ঘনিষ্ঠতা না থাকলে স্বল্প বয়সের কারণে আমি তার সঙ্গে উপস্থিত হতে পারতাম না।’ তিনি আরও বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) বের হলেন। তারপর নামাজ আদায় করলেন। খুতবা দিলেন।’

 

সবা:স:জু- ৩৫০/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম