বরুড়ায় বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

বরুড়ায় বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লা জেলার বরুড়া উপজেলা কড়িয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় গত ১৮ ই জুন রবিবার বিকাল ৩ টা বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হয়, গ্রাম অঞ্চলের খামারিদের মাধ্যমে ও যুবক যুবতীরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু- এমং মারমা মং, বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার নাসরিন সুলতানা তনু। সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা যুবক উন্নয়ন অফিসার মোহাম্মদ বোরহান উদ্দিন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ ইলিয়াস মিয়া, বাঁচার ঠিকানা উন্নয়ন সমিতির চেয়ারম্যান স্বপন মজুমদার।

পাঁচদিনের বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ ২০ জন, যুবক-যুবতী ও খামারিদের, ২৫ শে জুন প্রশিক্ষণের সমাপনী দিন শেষ, প্রত্যেককে যাতায়াত ভাতা ও যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটি একটি করে ব্যাগ উপহার হিসেবে দেওয়া হয়।

সোমবার যেসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে

স্টাফ রিপোর্টার: 

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ডেমরা সিজিএস থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (টিজিটিডিপিএলসি) ডেমরা সিজিএসগামী পিএসআইজি বিতরণ লাইনের কাজের জন্য সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানী ও এর আশেপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

রোববার (১৫ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ডেমরা সিজিএসসের ডাউনস্ট্রীম গ্যাস বিতরণ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত তিতাস গ্যাস অধিভুক্ত সমগ্র ডেমরা, মাতুয়াইল, যাত্রাবাড়ি, শ্যামপুর, রায়েরবাগ, ধোলাইর পাড়, সায়েদাবাদ, নন্দীপাড়া, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, রামপুরা, বাড্ডা, মালিবাগ, বনশ্রী, শাহাজাহানপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বা তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

এ ছাড়া কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

সবা:স:জু- ৩৫৩/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান