যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি

ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৮ জুলাই) ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- ১১১/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৯ জুলাই বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা) যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

সর্বোচ্চ ২ জন বিমানবন্দরে যাত্রীর সঙ্গে প্রবেশ করতে পারবেন

সর্বোচ্চ ২ জন বিমানবন্দরে যাত্রীর সঙ্গে প্রবেশ করতে পারবেন

ডেস্ক রিপোর্ট:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানানোর ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী ২৭ জুলাই (রবিবার) থেকে যাত্রীপ্রতি সর্বোচ্চ দুইজন ব্যক্তি বিমানবন্দরের নির্ধারিত এলাকায় প্রবেশ করতে পারবেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি এলাকায় অতিরিক্ত ভিড়, যানজট এবং নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের স্বাভাবিক যাতায়াত বজায় রাখা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন স্বজন বা সঙ্গী বিমানবন্দরের অভ্যন্তরীণ নির্ধারিত এলাকায় প্রবেশের অনুমতি পাবেন। অতিরিক্ত ব্যক্তির প্রবেশ সীমিত ও নিয়ন্ত্রিত থাকবে।

বিমানবন্দর এলাকায় আগত সকলকে সুশৃঙ্খলভাবে চলাচলের পাশাপাশি কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনী এবং ট্রাফিক ব্যবস্থাপনার সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা বাস্তবায়নের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী ও তাদের স্বজনের আগমনে বিমানবন্দরের প্রবেশপথে ভিড় ও জটলা তৈরি হয়। নতুন নিয়ম কার্যকর হলে এ পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য, দেশের অন্যতম ব্যস্ত এই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন দেশি-বিদেশি হাজারো যাত্রী যাতায়াত করেন। ঈদ, ছুটির দিন কিংবা পর্যটন মৌসুমে যাত্রীর সংখ্যা আরও বাড়ে। এতে যানজট ও নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হয় বলে জানান সংশ্লিষ্টরা। নতুন এই ব্যবস্থা এসব সমস্যা নিরসনে কার্যকর হবে বলেও আশা করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা