
ডেস্ক রিপোর্ট:
মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের বিষয়ে একসঙ্গে তদন্ত করবে বাংলাদেশ ও মালয়েশিয়া। এ দুই যুবক জঙ্গি কার্যক্রমের অভিযোগে সেই দেশে গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (১২ জুলাই) মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (১১ জুলাই) কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাজি মোহামাদ বিন হাজি হাসানের মধ্যে হওয়া বৈঠকে দুই দেশের সমঝোতা হয়।
বৈঠকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার কঠোর অবস্থানে রয়েছে। এসময় তিনি অভিযোগের বিষয়ে তথ্য ও অনুসন্ধান বিনিময়ের মাধ্যমে যৌথভাবে গভীর তদন্তে মালয়েশিয়ার সহযোগিতা চান।
বিপরীতে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশের দূতাবাস এবং কর্তৃপক্ষের সাক্ষাৎ এবং অভিযোগের বিস্তারিত তথ্য সরবরাহের ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে, মালয়েশিয়া থেকে যাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে, তারা জঙ্গি নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে মালয়েশিয়া সরকার তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে বলে দাবি তার।
রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার পুলিশ যেটা দাবি করেছে, সে ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। মালয়েশিয়া থেকে সরকারি পর্যায়ে কোনো মেসেজ পাওয়া যায়নি।
সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি নেই। আপনাদের সহযোগিতায় জঙ্গি নির্মূল করা হয়েছে। আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। গত ১০ মাসে জঙ্গি নিয়ে কোনো তথ্য আপনারা দিতে পেরেছেন? যেহেতু জঙ্গি নাই, আপনারা তথ্য দিতে পারেননি। আগে ছিল, আপনারা তথ্য দিয়েছেন।