যুগান্তরের সম্পাদককে ৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ

ডেস্ক রিপোর্ট:

সোহাগ হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে পাঁচ দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গত বুধবার একটি অনাকাঙ্ক্ষিত ও নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) দেশের প্রতিটি মানুষ নিন্দা জানিয়েছে।

আমাদের দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি দ্রুত প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে যুগান্তর পত্রিকা সরাসরি বিএনপিকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। অথচ পুলিশ ও প্রশাসনের প্রাথমিক তদন্তেই জানা গেছে, এটি মূলত ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে ঘটেছে। তবু প্রতিবেদনে বিএনপির চাঁদাবাজির কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”

তিনি বলেন, “আমরা এই ধরনের অপসাংবাদিকতা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্টের নিন্দা জানিয়েছি। পাশাপাশি সম্পাদককে নোটিশ দিয়েছি, আগামী পাঁচ দিনের মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব। একই জায়গায়, একই কলামে এবং একইভাবে ক্ষমা চাইতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে কয়েকটি রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করছে। যেমন শেখ হাসিনার আমলে টার্গেট কিলিং হয়েছিল, ঠিক তেমনি এখন বিএনপিকে টার্গেট করে ষড়যন্ত্র করা হচ্ছে।”

 

টঙ্গীতে ভোর রাতে যৌথবাহিনীর অভিযান,বিপুল মাদকসহ ২২ লক্ষ টাকা উদ্ধার-আটক-৪০

 

মোঃ ইব্রাহিম হোসেন:

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন ৪৬ নং ওয়ার্ডের কেরাণিটেক বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য,নগদ ২২ লাখ টাকা এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করেছে যৌথবাহিনী।রোববার (৩ নভেম্বর) রাত তিনটা ৪৫ মিনিটে শুরু হয় অভিযান।কেরাণিটেক বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা,ফেন্সিডিল,ইয়াবা,দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে যৌথবাহিনী সদস্যরা।

সেনাবাহিনী জানায়,গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনীর ছাড়াও র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। এই অভিযান পরিচালনার সময় প্রায় ৫৪০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে এমনটি জানিয়েছেন সেনাবাহিনী।

সবা: সমা:১০/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের