রাজধানীতে পথশিশুকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট:

রাজধানীতে আনুমানিক ৯ বছর বয়সী এক পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতের দিকে মহাখালীর ক্যানসার হাসপাতাল এলাকা থেকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ভর্তি নেন।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, ক্যানসার হাসপাতালের পেছনে নির্জন জায়গা থেকে ওই শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, ওই শিশুটি ফুটপাতেই থাকত। গত রাতে সে ধর্ষণের শিকার হয়। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

এস আই বলেন, কে বা কারা ওই শিশুটিকে ধর্ষণ করেছে, তা জানা যায়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনার কাজ করছে পুলিশ।

তিনি বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

সৈকতে ভেসে এলো ট্রলার সঙ্গী নিখোঁজ জেলের মরদেহ

সৈকতে ভেসে এলো ডুবে যাওয়া ট্রলারসহ এক জেলের মরদেহ

পটুয়াখালী সংবাদদাতা:

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মাছ শিকারে গিয়ে ডুবে যাওয়া ট্রলারসহ এক জেলের মরদেহ। এসময় কুয়াকাটা সৈকতে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় পর্যটকদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে নৌ পুলিশের মাধ্যমে মরদেহটি শনাক্ত করে তার পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ওই ট্রলারটি ভেসে আসে। ট্রলারের মধ্যে ভেসে আসা ওই জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। তার পরিচয় শনাক্ত করেছে তার জামাতা সাগর ইসলাম। মৃত জেলে ইদ্রিস হাওলাদারের জামাতা সাগর ইসলাম বলেন আমার শ্বশুর বহু বছর ধরে জেলে পেশার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে। গত মাসের ২৫ তারিখ সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় তিনি নিখোঁজ হন। এতদিন আমরা তার অপেক্ষায় ছিলাম। আমার স্ত্রীসহ শ্বশুর বাড়ির সবাই এতদিন অনেক কান্নাকাটি করেছে তবে এভাবে তাকে পাব আমরা আশা করিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে গত ১ আগস্ট নজরুল ইসলাম নামের এক জেলের মরদেহ সৈকতের মীরা বাড়ি পয়েন্টে ভেসে আসে। ট্রলার ডুবির ওই ঘটনায় এখানে নিখোঁজ রয়েছেন ৩ জেলে।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন মরদেহসহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে তার পরিবারের লোকজন তাকে শনাক্ত করেছে। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া এবং পরবর্তী সব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি