
ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। তবে ঘটনার তিন দিন পর এখন পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
কারফিউ শিথিল থাকায় আজ লোকজন ও যানবাহন কিছুটা চোখে পড়েছে, যদিও গ্রেফতার আতঙ্কের কারণে পুরুষদের বাইরে কমই দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
জেলা প্রশাসন শুক্রবার রাতেই ঘোষণা করেছিলো, কারফিউ শনিবার সকাল ছয়টা থেকে রাত এগারটা পর্যন্ত শিথিল থাকবে।
“পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে। তবে দুষ্কৃতকারীদের খোঁজে আমাদের অভিযান অব্যাহত আছে,” বিবিসি বাংলাকে বলছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন সরকার।
প্রসঙ্গত, বুধবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জের পৌরপার্ক এলাকায় আয়োজিত এনসিপি’র সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটেছিলো।
এ ঘটনার জের ধরে প্রথমে ১৪৪ ধারা ও পরে কারফিউ জারি করেছিলো প্রশাসন। মাঝে শুক্রবার কয়েক ঘণ্টার বিরতি দিয়ে আজ সকাল পর্যন্ত কারফিউ বহাল ছিল।
এদিকে গোপালগঞ্জে একটি রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, অতিরিক্ত বলপ্রয়োগ ও প্রকাশ্যে গুলি চালনার ঘটনায় পাঁচ জন নিহত এবং অনেকে আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।