জুয়া জায়েয করতে আলমগীরের ভ্যানগার্ড মাদ্রাসা, এতিমখানা!

নিজস্ব প্রতিবেদকঃ-

পোর্ট কানক্টিং রোডে লায়লা হোটেল নামের পতিতালয় বন্ধ হওয়ার পর নিষিদ্ধ জুয়ার আসর চালু করে টাকা আয়ের পথ চালু করে তথাকথিত স্বেচ্ছাসেবক লীগ এর ওয়ার্ড নেতা হিসেবে পরিচিত আলমগীর হোসেন প্রকাশ আলমগীর। নেতা না হয়েও কোন পদ পদবী ছাড়াই দলীয় ব্যানারে নিজের ছবি সাঁটিয়ে হালিশহর থানাধীন ছোটপুল ইসলামিয়া ব্রিকফিল্ড এলাকায় নিজেকে নেতা হিসাবে জাহির করে মানুষের কাছে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে আলমগীর। শুধু তাই নয়, জুয়ার আসর জায়েয করতে পৈতৃক সম্পত্তিতে নির্মিত ভবনে ভাড়া দেওয়া মাদ্রাসা ও এতিখানাকে ব্যবহার করছে ভ্যানগার্ড হিসেবে।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, “মহাধুমধামে চলছে জুয়া, পুলিশের অভিযানে মিলছে না সুফল” ও ‘দিনে নেতা রাতে চালায় জুয়া’ এই শিরনামে দুটো খবর প্রকাশিত হওয়ার পর প্রতিবেদকের সাথে আসর চালানোর বিষয় নিয়ে রীতিমত দৌড়ঝাঁপ শুরু করেছেন আলমগীর। জুয়ার টাকা মাদ্রাসা ও এতিমখানার পিছনে ব্যয় করা হয় এমন ধোহাইও দেওয়া হচ্ছে। যদিও জুয়ার টাকা দিয়ে ইয়াবা ক্রয় করে নিজে সেবন করেন আলমগীর। পাশাপাশি খেলোয়াড়দের মাঝে বিক্রিও করা হয় ইয়াবা। রয়েছে অনায়াসে খাওয়ারও সকল ব্যবস্থা।

এ বিষয়ে জানতে আলমগীরের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া গেছে। অপরদিকে তার ছবি সম্বলিত দলীয় পোস্টার নিয়ে অপরাধ বিচিত্রাতে সংবাদ ছাপানোর পর বড়পুল মোড়, মাওলানা সিএনজি পাম্পের সামনে, ছোটপুল শাপলা কমিউনিটি সেন্টার, কাঁচাবাজার ইত্যাদি স্থান থেকে টাঙানো ব্যানারও নামিয়ে ফেলেছেন আলমগীর।

এদিকে প্রকাশিত সংবাদ নিয়ে গুনঞ্জনও শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে হালিশহর থানার নীরব ভূমিকা নিয়েও। স্থানীয় সূত্র জানায়, শনিবার ও রবিবার মহাধুমধামে খেলা চলেনি। খেলোয়াড়দের আনাগোনা ছিল তুলনামূলক কম। কয়েকটি ঘরে বিভক্ত হয়ে খেলা পরিচালনা করা হত। কিন্তু আজ রবিবার একটি ঘরে ছোট পরিসরে খেলা চালানো হচ্ছে।

এ বিষয়ে অবগত করার জন্য হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আলমগীরের জুয়া বন্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।

সুশীল সমাজ জানতে চায়, সাবেক ওসি রফিকুল ইসলাম থাকাকালীন সময় খেলা বন্ধ ছিল। বর্তমানে হালিশহর থানা পুলিশ ব্যবস্থা নিলে স্থায়ীবন্ধের ব্যবস্থা নিলে খেলা চলার পিছনে নেপথ্য কি?

চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ে ইফতার বিতরণ করল দূর্বার তারুণ্য

স্টাফ রিপোর্টঃ

চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ হঠাৎ পরিষ্কার করছে সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য এর স্বেচ্ছাসেবকরা। রিকশাওয়ালা ও বিভিন্ন শ্রেণির মানুষেরা বসে পড়ল ইফতারি করার জন্য। সবার সামনে রয়েছে বিভিন্ন ইফতার সামগ্রী সাজানো প্যাকেট।

দূর্বার তারুণ্য এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় ক্যাম্পাস ঘুরে শতাধিক ইফতার বিতরণ শেষে তারা ২ জনসহ দূর্বার তারুণ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ছাত্রলীগের সবাই একসাথে বসে ইফতার করেন।

রেজাউল হক রুবেল বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পক্ষ থেকে প্রতি রোজাতেই ইফতার বিতরণ করে থাকি। কিন্তু দূর্বার তারুণ্য আজ ভিন্নধর্মী একটা অনুষ্ঠানের আয়োজন করেছে যা প্রশংসার দাবিদার। আমরাও চাই ভবিষ্যতে এরকম অনুষ্ঠান আয়োজন করতে। সাধারণ মানুষের সাথে বসে ইফতার করার মজাই আলাদা। আসলে সাধারণ এই কাতারে বসে অনেক ভালো লাগছে। আজকের ইফতার মাহফিলের মাধ্যমে মানুষের সাথে মানুষের ভেদাভেদ ভুলিয়ে দিয়েছে। সহানুভূতি বাড়িয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যহত রাখার প্রয়াস করছি।

দূর্বার তারুণ্য এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢুকে যারা (রিকশাওয়ালা) বাসায় ইফতার করবেন, তাদের ইফতারি বিতরণ করেছি। যারা ইফতারের সময়ও বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছে, তাদের সবাই সাথে নিয়ে ইফতার করলাম। এ থেকে একটা বার্তাই ছড়িয়ে দিতে চেয়েছি যে মানুষের চেয়ে বড় কিছু হতে পারে না। মানুষে মানুষে কোন বৈষম্য থাকতে পারে না। আগামী বছর ইনশাআল্লাহ দূর্বার তারুণ্য এর পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ইফতার মাহফিলের আয়োজন করা হবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ আবু আদিল, মো: জিহাদুল ইসলাম, আবদুল্লাহ আল নাহিয়ান রাফি, আহসান হাবিব সোপান, শাফায়েত হোসেন,শাহতাব হোসেন প্রদীপ, মেহেদি হাসান, আল আমিন, এহসান আহমেদ প্রত্যয়সহ অনেকে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম