বাচ্চাদের রক্তাক্ত অবস্থার ছবি-ভিডিও না দেখানোর অনুরোধ তামিমের

বাচ্চাদের রক্তাক্ত অবস্থার ছবি-ভিডিও না দেখানোর অনুরোধ তামিমের

ডেস্ক রিপোর্ট:
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এই দুর্ঘটনায় মারা গেছেন বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৬০ জনের মতো দগ্ধ হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে নিযুক্ত বিভিন্ন বাহিনী, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমের কর্মী ছাড়াও অসংখ্য মানুষ ভিড় করছেন। এই দুর্ঘটনায় আহত ও নিহত অনেকেরই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। ঘটনাস্থল থেকে টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমও সরাসরি সম্প্রচার করছে।

মাইলস্টোন ক্যাম্পাসে সংঘটিত মারাত্মক বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দেশে শোকের ছায়া নেমে এসেছে। আক্রান্ত ও আহত স্কুলগামী শিশুদের রক্তাক্ত ছবি-ভিডিও দেখে বেদনায় মূষড়ে পড়েছেন অনেকেই। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এসব বীভৎস দৃশ্য অনেকের জন্যই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শিশুদের রক্তাক্ত দেহ, কান্না আর চিৎকার দুর্বল হৃদয়ের মানুষের জন্য বড় ধরণের ঝুঁকি তৈরি করছে। সেই সঙ্গে তা এই ঘটনায় হতাহতদের গোপনীয়তার সুস্পষ্ট লঙ্ঘন বলেও মত সংশ্লিষ্টদের।

এ বিষয়েই সংবাদকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম লিখেছেন, যা হয়েছে ও হচ্ছে সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আ*ক্রা*ন্ত বাচ্চাদের র*ক্তা*ক্ত ও আ*হ*ত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।

আজ সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। দগ্ধ অন্তত ২০০ জন। শিশু-কিশোর শিক্ষার্থীসহ আহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে ঢাকার আকাশ-বাতাস। দুর্ঘটনার ভিডিও তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যে ভিডিওগুলোতে অনেকেরই রক্তাক্ত-পোড়া দেহ দেখা যাচ্ছে।

এ ঘটনায় শোকস্তব্ধ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ঘটনার পরপরই মাইলস্টোন কলেজে হতাহতদের জন্য দোয়া চেয়ে একটি পোস্ট করেন তিনি। পরক্ষণেই আরেক পোস্টে সংবাদকর্মীদের উদ্দেশ্যে অনুরোধ জানান, যেন বাচ্চাদের রক্তাক্ত ছবি-ভিডিও লাইভে না দেখানো হয়। তামিম তার পোস্টে লিখেছেন যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে।
ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।

হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক॥

ম্যাচের আগের দিন স্কটল্যান্ডের কোচ জানিয়ে দিলেন বাংলাদেশকে তারা পাপুয়া নিউগিনি আর ওমানের কাতারেই ভাবেন। যদিও বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ মুখে সেই কথার জবাব দিলেন না। হয়তো মাঠেই বুঝাতে চেয়েছিলেন স্কটিশদের। কিন্তু না। বল হাতে দারুণ শুরুর পর খেই হারালো দল। ৫৩ রানে ছয় উইকেট পতনের পরও ১৪০ রানের লড়াকু পুজি পায় স্কটল্যান্ড। পরে টাইগাররা দেখায় অপরিণত ব্যাটিং। হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ।
রোববার মাসকাটে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হার দেখে মাহমুদুল্লাহ রিয়াদের দল। বাংলাদেশের ইনিংস থামে ১৩৪/৭-এ।
এর আগে বল হাতে শুরুর দাপট ধরে রাখতে ব্যর্থ টাইগাররা। ১৪০/৯ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে স্কটল্যান্ড। দলীয় ৫৩ রানে স্কটল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতন হয়। তবে পরে ২৮ বলে ৪৫ রানের ইনিংস খেলে স্কটল্যান্ডকে লড়াইয়ের পুঁজি এনে দেন ৭ নম্বর ব্যাটার ক্রিস গ্রিভস। শেষ ৬ ওভারে ৬৩ রান জমা পড়ে স্কটল্যান্ডের স্কোর বোর্ডে। বাংলাদেশের বল হাতে চার ওভারের স্পেলে মাত্র ১৯ রানে তিন উইকেট নেন অফস্পিনার শেখ মেহেদী হাসান। ৪ ওভারে ১৭ রানে দুই উইকেট নেন বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান নেন ৩২ রানে দুই উইকেট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ব্যক্তিগত প্রথম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ সাইফুদ্দিনের ইয়র্কার ডেলিভারি ঠেকাতে পারেননি স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজার (৭ বলে ০)। পাওয়ার প্লে’তে ১ উইকেটে ৩৯ রান করে স্কটিশরা। ইনিংসের সপ্তম ওভারে প্রথমবার আক্রমণে আসেন অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। এসেই জোড়া শিকার তার। এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরেন ম্যাথু ক্রস (১৭ বলে ১১ রান)। ভয়ঙ্কর হয়ে ওঠা জর্জ মুনসে ফেরেন বোল্ড হয়ে (২৩ বলে ২৯ রান)। উইকেটের দেখা পেয়েছেন সাকিব আল হাসানও। সাকিবের বলে আফিফ হোসেনের দারুণ ক্যাচে পরিণত হন রিচি বেরিংটন (৫ বলে ২ রান)। পরের ওভারে ব্যক্তিগত তৃতীয় উইকেটের দেখা পান মেহেদি। কলাম ম্যাকলিওড ফেরেন বোল্ড হয়ে (১৪ বলে ৫ রান)
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারে স্কটল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৫৫ রান।
বাংলাদেশ একাদশ:
লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান