বরুড়ায় মাইলস্টোনে নিহত শিক্ষার্থীদের স্মরণে ও আহতদের সুস্থতায় দোয়া ও মোনাজাত

বরুড়ায় মাইলস্টোনে নিহত শিক্ষার্থীদের স্মরণে ও আহতদের সুস্থতায় দোয়া ও মোনাজাত

মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লা বরুড়ার আলোচিত সামাজিক সংগঠন ওরাই আপনজন এর উদ্যোগে ঢাকার উত্তরায় মাইলস্টোনে বিমান বিধস্ত হয়ে নিহত শিক্ষার্থীদের আত্বার মাগফিরাত ও আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করে মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ জুলাই ২৫ ইং সকাল ১১ টার সময় ডকটরস কমিউনিটি হসপিটাল,বরুড়া ডাঃ আনিস উল হাসান হল রুমে এ দোয়ার ও বিশেষ মুনাজাত আয়োজন করে ওরাই আপনজন সামাজিক সংগঠন।

সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে মিলাদ শরীফ পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সংগঠনের উপদেষ্টা চার বারের ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, আঞ্চলিক স্কাউট এর সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা আখতারুজ্জামান, আগানগর ডিগ্রি কলেজের অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা মোঃ শাখাওয়াত হোসেন সাবেক বিসিআইসির জিএম ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম,সহ সভাপতি মোঃ আবদুস সালাম,যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তুহিন, দপ্তর সম্পাদক মোঃ মহিন উদ্দিন, সংগঠনের দায়িত্ব শীল ডাঃ আবদুল কাদের, মুফতি কাজী মমিন উল্লাহ, মোঃ মশিউর রহমান,মোঃ বোরহান,মোঃ মাসুদ,মাওলানা মোঃ মোতালেব মজুমদার,মাওলানা মোঃ জিয়াউদ্দিন,সাংবাদিক শরীফ উদ্দিন, সাংবাদিক মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া বাবুল প্রমুখ।মিলাদ শরীফ শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আবু হানিফা নোমান।

বুড়িচংয়ে ‘স’ মিলের গোপন কক্ষে মিলল ফেন্সিডিলসহ মাদক দ্রব্য

বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল সীমান্ত এলাকার একটি ‘স’ মিলের গোপন কক্ষ থেকে মাদক দ্রব্য উদ্ধার করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
শুক্রবার সকালে জানান, দিবাগত রাত বৃহস্পতিবার ৯টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকায় ইউএনও হালিমা খাতুনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম।

জানা যায়,শংকুচাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। এসময় মোবারক হোসেন (৩৫) এর বিসমিল্লাহ নামক ‘স’ মিলের গোপন কক্ষে কাঠের বক্স থেকে ১০ বোতল ফেন্সিডিল, ১৩ বোতল স্কার্ফ সিরাপ, ২ টি কিং ফিসার বিয়ার বোতল, ৩ বোতল হুইস্কি ( মদ) ও ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন (রেডমি) উদ্ধার করা হয়েছে। ম্যাজিস্ট্রেট এর উপস্থিতি টেড় পেয়ে মোবারক হোসেন পালিয়ে যায়। পলাতক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য অফিসার ইনচার্জ, বুড়িচং থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। জব্দকৃত মালামাল বুড়িচং থানা পুলিশের হেফাজতে পরবর্তী কার্যক্রম এর জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে। এ কাজে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশ ও শংকুচাইল বিজিবি টিম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম