মিরপুরে কসমো স্কুলে আগুন ধোঁয়ায় আচ্ছন্ন পাঁচতলা ভবন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মিরপুরে কসমো স্কুলের জেনারেটর রুমে আগুন লেগেছে৷বুধবার (২৩ জুলাই) দুপুরে মিরপুর সাড়ে ১১ মেইন রোডের কাছে সিটি মাঠের পাশে অবস্থিত ওই স্কুলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, স্কুলের জেনারেটর রুমে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীর মিরপুর সাড়ে-১১ সিটি ক্লাব মার্কেটের বিপরীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলের নীচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।অগ্নিকাণ্ডের ফলে পাঁচতলা ভবনের সর্বত্র প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্কুলটির জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে৷ স্কুলের শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেবার কাজ করছে এলাকাবাসী।

হঠাৎ করে স্কুল ভবনজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাঁচতলা বিশিষ্ট ভবনের সর্বত্রই ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত আগুনের কারণ ও কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলের জেনারেটর রুম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের সময় স্কুলে অবস্থানরত শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহযোগিতা করে এলাকাবাসী। আগুন নিয়ন্ত্রণে আনার পর পুরো ভবনটি পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান চলছিল।

ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রাজধানীর উত্তরার আজমপুর ৪ নম্বর সেক্টরে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এসআই (উপ-পরিদর্শক) কেএম মনসুর আলী (৪৫) নিহত হয়েছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানায় কর্মরত ছিলেন।

রোববার(১৮ মে) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক এস আই মোহাম্মদ আলী জানান, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরার আজমপুর ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।

তিনি আরও জানান, তিনি দক্ষিণখান থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। নিহত কেএম মুনসুর আলী পুলিশের ৩৪ তম আউটসাইড ক্যাডেট এসআই পদে যোগদান করেছিলেন।

মনসুর আলী পল্লবীর বাইসারটেক ২৫/২ নম্বর বাসায় থাকতো। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী শিল্পি খাতুনও এসআই পদে গুলশান থানায় কর্মরত আছেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের পাশে থাকা অবস্থায় ট্রেনের ধাক্কায় দক্ষিণখান থানার এসআই কেএম মনসুর আলী গুরুতর আহত হন। পরে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি