থাইল্যান্ডের সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি চায় কম্বোডিয়া

থাইল্যান্ডের সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি চায় কম্বোডিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে চলা সীমান্ত সংঘাত নিরসনে ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ চায় কম্বোডিয়া। গতকাল শুক্রবার জাতিসংঘে দেশটির দূত এ কথা জানান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার আগে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোরন্দেজ বালানকুরা এএফপিকে বলেন শুক্রবার বিকেল নাগাদ সংঘাত অনেকটাই কমতে শুরু করেছে। ব্যাংকক আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। সম্ভবত মালয়েশিয়ার সহায়তায় দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলা সংঘাত গতকাল দ্বিতীয় দিনে গড়িয়েছে। পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষে রক্তও ঝরেছে। এ পরিস্থিতিতে ব্যাংককের পক্ষ থেকে আলোচনা শুরুর ইঙ্গিত দেওয়া হয়েছে। দেশ দুটির মধ্যে সীমান্ত বিরোধ বেশ পুরোনো। গত বৃহস্পতিবার এ বিরোধ সংঘাতে রূপ নেয়। যুদ্ধবিমান থেকে শুরু করে কামানের গোলা, ট্যাংক ও পদাতিক সেনা ব্যবহার করে এদিন হামলার ঘটনা ঘটে।

এ সংঘাতময় পরিস্থিতি নিয়ে গতকাল জরুরি বৈঠকে বসেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। বৈঠকে জাতিসংঘে কম্বোডিয়ার দূত চেয়া কেও বলেন কম্বোডিয়া অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে নিঃশর্ত। আর আমাদের পক্ষ থেকে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হচ্ছে।

কম্বোডিয়ার সঙ্গে সংঘাত যুদ্ধে রূপ নিতে পারে সতর্ক করল থাইল্যান্ড। সীমান্তে কম্বোডিয়ার অংশে গতকাল কামানের গোলার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। থাইল্যান্ডের হামলায় দেশটির সীমান্তবর্তী ওদ্দার মিনচে প্রদেশে ৭০ বছরের এক ব্যক্তি নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সীমান্ত এলাকা থেকে ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সংঘাত শুরুর পর এ পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ বেসামরিক মানুষ। একজন সেনাসদস্য রয়েছেন। এ ছাড়া ৪৬ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জন সেনাসদস্য।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোরন্দেজ বালানকুরা এএফপিকে বলেন আমরা প্রস্তুত আছি। যদি কম্বোডিয়া কূটনৈতিক উপায়ে দ্বিপক্ষীয়ভাবে কিংবা মালয়েশিয়ার মাধ্যমে সংঘাত নিরসনে আলোচনায় বসতে চায়, তাহলে আমরাও আলোচনার জন্য প্রস্তুত আছি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়া। থাইল্যান্ড ও কম্বোডিয়া দুই দেশই আসিয়ানের সদস্য।

এর আগে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই সতর্ক করে দিয়ে বলেছেন, পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তাহলে এটি যুদ্ধে রূপ নিতে পারে। তবে এখন পর্যন্ত এটি সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ আছে।

শিক্ষার্থীদের ২০৬ কোটি টাকা নিয়ে উধাও কোচিং সেন্টার

স্টাফ রিপোর্টার:

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা প্রায় ২০৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ভারতের শীর্ষস্থানীয় কোচিং ইনস্টিটিউট এফআইআইটিজেইই এর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এরই মাঝে অভিযান চালিয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

জানা গেছে, প্রতিষ্ঠানটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ২০২৮-২৯ শিক্ষাবর্ষে ১৪,৪১১ শিক্ষার্থীর কাছ থেকে মোট ২৫০.২ কোটি টাকা আদায় করে। এরপর জানুয়ারিতে হঠাৎ কোচিং সেন্টারটির ৩২টি কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়।

ইডির তথ্য অনুযায়ী, সংগৃহীত অর্থের বড় অংশ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে। এমনকি পরিশোধ করা হয়নি শিক্ষক-কর্মচারীদের বেতন। বৃহস্পতিবার নয়ডা, দিল্লি ও গুরুগ্রামে এফআইআইটিজেইই এর পরিচালনা পর্ষদের সদস্যদের বাড়ি ও অফিসে অভিযান চালিয়ে নগদ টাকা ও সোনা উদ্ধার করা হয়।

অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা ডি.কে. গোয়েলসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের আওতায় মামলা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভারতের লখনউ, নয়ডা, দিল্লি, ভোপালসহ বিভিন্ন শহরে একাধিক এফআইআর দায়ের হয়েছে।

ইডি জানিয়েছে, এ পর্যন্ত পাওয়া তথ্য থেকে বড় মাপের আর্থিক দুর্নীতির প্রমাণ মিলেছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন